পুরুষদের পাশাপাশি ধনকুবেরদের তালিকায় রয়েছেন মহিলাও, জেনে নিন ভারতের কোটিপতি নারীর নাম

বিশ্বের ধনকুবেরদের তালিকায় পুরুষদের পাশাপাশি মহিলাদের নামও দেখা যায়। আমেরিকা, জার্মানি, ইতালি এবং ভারত সহ অন্যান্য দেশের অসংখ্য মহিলা রয়েছেন বিলিয়নেয়ারদের তালিকায়। এই তালিকায় আমেরিকা থেকে রয়েছেন ৯২ জন মহিলা, ৪৬ জন মহিলা রয়েছেন চীনের, জার্মানি থেকে রয়েছেন ৩৬ জন মহিলা, ইতালির রয়েছেন ১৬ জন এবং ৯ জন মহিলা রয়েছেন ভারত থেকেও।

জেনে নিন এই তালিকায় থাকা ভারতের ধনকুবের মহিলাদের বিষয়ে।

ফোর্বস বিলিয়নেয়ারের তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী নারী হলেন ফ্রান্সের লরিয়াল কোম্পানির মালিক ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স। প্রায় ৮৫.৯ বিলিয়ন ডলার সম্পত্তি নিয়ে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ১২ তম স্থানে রয়েছেন এই মহিলা। আবার এই তালিকার ১৩ তম স্থানে ৭৮.৮ বিলিয়ন ডলার নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি।

img 20230329 113914

তবে ভারতের মধ্যে পুরুষদের দিক থেকে মুকেশ আম্বানি প্রথম স্থানে থাকলেও, মহিলাদের দিক থেকে প্রথমে রয়েছেন সাবিত্রী জিন্দাল (Savitri Jindal)। ওপি জিন্দালের স্ত্রী হলেন এই সাবিত্রী জিন্দাল। ২০০৫ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় ওপি জিন্দাল মারা যাওয়ার পর থেকেই তাঁর ব্যবসার দায়িত্ব কাঁধে তুলে নেন তাঁর স্ত্রী সাবিত্রী জিন্দাল।

বর্তমান সময়ে তাঁদের চার ছেলের মধ্যে তাঁদের এই ব্যবসা ভাগ হয়ে গিয়েছে। তাঁদের ছোট ছেলের নাম নবীন জিন্দাল। অন্যদিকে বড় ছেলের ব্যবসা দেখাশোনা করেন সাবিত্রী জিন্দাল। তবে ফোর্বসের তালিকা অনুসারে, সাবিত্রী জিন্দাল এবং তাঁর পরিবার মোট ১৬.৪ বিলিয়োণ ডলার সম্পত্তির মালিক। ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে প্রায় ১৩৫০৪ কোটি টাকা। ইস্পাত, বিদ্যুৎ, অবকাঠামো এবং সিমেন্টের ব্যবসা নিয়ে সাবিত্রী জিন্দালের এই কোম্পানি। জানিয়ে রাখি, বিশ্বের ধনকুবেরদের তালিকায় ১০১ নম্বরে রয়েছে সাবিত্রী জিন্দাল ও তাঁর পরিবার।