বাংলা চলচ্চিত্রের হাত ধরে কেরিয়ার শুরু করলেও, পরবর্তীতে বলিউডে পাড়ি দেন এই ৫ অভিনেত্রী

বলিউডের মত গ্ল্যামার খুব ইন্ডাস্ট্রিতে দেখা যায়। এই দুনিয়ার তারকাদের নিজেদের জায়গা ধরে রাখতে অনেক কাঠখড় পোড়াতে হয়। তবে এমন অনেক বলিউড অভিনেত্রী রয়েছেন, যারা জীবনের প্রথম পর্বে অভিনয় করেছিলেন টলিউডে। অর্থাৎ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরেই কেরিয়ার শুরু করে, ধীরে ধীরে পাড়ি দিয়েছিলেন হিন্দি বিনোদন দুনিয়ায়।

img 20230217 140132

রাখি গুলজার (Rakhi Gulzar)- ১৯৬৭ সালে পরিচালক দিলীপ নাগের ‘বধূবরণ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী রাখি গুলজার। এরপর তাঁকে কম বেশি বাংলা এমনকি বহু হিন্দি চলচ্চিত্রে দেখা গিয়েছিল।

img 20230217 140149

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)- বলিউডের অন্যতম খ্যাতনামা একজন অভিনেত্রী হলেন শর্মিলা ঠাকুর। রাজেশ খান্না ও শর্মিলা ঠাকুরের জুটি দর্শকদের কাছে যেন আজও সেরা। তবে অনেকেই হয়ত জানেন না, শর্মিলা ঠাকুরের প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’। তারপর ধীরে ধীরে হিন্দি বিনোদন দুনিয়ায় পা রাখেন এই অভিনেত্রী।

img 20230217 140218

বিদ্যা বালান (Vidya Balan)- এই তালিকা থেকে বাদ যাননি জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী বিদ্যা বালানও। বলিউডে নিজের বেশ একট শক্তিশালী জায়গা তৈরি করে নিলেও, তাঁর প্রথম চলচ্চিত্র ছিল ‘ভালো থেকো’।

img 20230217 140241

রাণী মুখার্জী (Rani Mukherjee)- প্রসেনজিৎ, ইন্দ্রানী হালদার এবং রানী মুখার্জী অভিনীত চলচ্চিত্র ‘বিয়ের ফুল’ কম বেশি অনেকেই দেখেছেন। তবে অনেকে হয়ত এই বিষয়ে অবগত নন যে এই চলচ্চিত্রের হাত ধরেই বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন আদিত্য ঘরণী।

img 20230217 140251

রাধিকা আপ্তে (Radhika Apte)- সম্প্রতি বহু জনপ্রিয় বলিউড ছবি ও সিরিজে দেখা যাচ্ছে অভিনেত্রী রাধিকা আপ্তেকে। বেশ পরিণত এবং সাবলীল অভিনয় করতে দেখা যায় এই অভিনেত্রীকে। জানিয়ে রাখি, কেরিয়ারের শুরুতে বাংলা চলচ্চিত্র ‘অন্তহীন’ এবং ‘রূপকথা নয়’তে দুর্দান্ত অভিনয় করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।