নীতা ও মুকেশ আম্বানির গাড়ি কালেকশনে সামিল রয়েছে এই ৮ টি বিলাসবহুল গাড়ি, দাম ৩ থেকে ৮ কোটি টাকা

নীতা ও মুকেশ আম্বানির গাড়ি কালেকশনে সামিল রয়েছে এই ৮ টি বিলাসবহুল গাড়ি

ভারত (India) তথা এশিয়ার দ্বিতীয় ধনী ও বিশ্বের অন্যতম ধনী ব্যাক্তি হলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। যাঁর কাছে রয়েছে বিলাসবহুল বাড়ি (Luxury) থেকে দামি গাড়ি। মুম্বাইয়ে রয়েছে ১৬ হাজার কোটি টাকা মূল্যের বিলাসবহুল বাড়ি। মুম্বাইয়ের ২৭ তলের এই বাড়িতে ৬ তল শুধু গাড়ি পার্কিং এর জন্য করা হয়েছে। যেখানে রয়েছে বিশ্বের নামি দামী কোম্পানির বিলাসবহুল গাড়ি। মুকেশ আম্বানির আম্বানির সংগ্রহে থাকা ৮টি গাড়ি বিলাসবহুল ও দামি গাড়ি সম্পর্কে জেনে নিন (Top 5 Expensive and luxurious Cars Mukesh Ambani Owns), যার দাম ৩ থেকে ১০ কোটি টাকা।

মুকেশ আম্বানির বিলাসবহুল গাড়ির সংগ্রহ (Mukesh Ambani Cars Collection)

১) মার্সিডিজ মেবাচ 660 গার্ড (Mercedes-Maybach S 660 Guard)

Mercedes-Maybach S 660 Guard

মুকেশ আম্বানির দামি গাড়ির তালিকায় রয়েছে মার্সিডিজ মেবাচ 660 গার্ড গাড়িটি। যা বিশ্বের অন্যতম বিলাসবহুল ও দামি গাড়িগুলি মধ্যে একটি। বাজারে এই গাড়িটির দাম ১০ কোটি টাকা।

২) মার্সিডিজ মেবাচ ৬২ (Mercedes Maybach 62)

Mercedes Maybach 62

মার্সিডিজ মেবাচ 660 গার্ড ছাড়াও মার্সিডিজের আরেকটি গাড়ি রয়েছে মুকেশ আম্বানির সংগ্রহে। এটি হলো মার্সিডিজ মেবাচ ৬২। গাড়িটির বাজার মূল্য ৫.১৫ কোটি টাকা। প্রসঙ্গত এই গাড়িটি মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নিতা আম্বানিকে জন্মদিনে উপহার দিয়েছিলেন।

৩) বিএমডব্লিউ ৭৬০এলআই (BMW 760Li)

BMW 760Li

আম্বানির গাড়ির সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ এর ৭৬০এলআই মডেলের গাড়িটিও। এটি খুবই চমকপ্রদ ও বিলাসবহুল গাড়ি। যার দাম ৮.৫ কোটি টাকা। গাড়িটির লুক যেমন সুন্দর তেমনই রয়েছে দুর্দান্ত সুবিধা।

৪) বেন্টটি কন্টিনেন্টাল ফ্লায়িং স্পুর (Bentley Continental Flying Spur)

Bentley Continental Flying Spur

বিশ্বের অন্যতম গাড়ি নির্মাণকারী সংস্থা হলো বেন্টলি। এই কোম্পানির একটি বিলাসবহুল গাড়িও রয়েছে আম্বানির সংগ্রহে। বেন্টটি কন্টিনেন্টাল ফ্লায়িং স্পুর গাড়িটির দাম বাজারে ৩.১৪ কোটি টাকা।

৫) বেন্টলি বেন্টায়াগ (Bentley Bentayga)

Bentley Bentayga

বেন্টলি কোম্পানির আরেকটি বিলাসবহুল গাড়ি বেন্টলি বেন্টেআয়াগ গাড়িটি। যার দাম ৪.১০ কোটি টাকা। গাড়িটিতে রয়েছে দুর্দান্ত অনেক সুযোগ সুবিধা।

৬) রোলস রয়েস ফ্যান্টম (Rolls Royce Phantom)

Rolls Royce Phantom

মুকেশ আম্বানির গ্যারেজে যে সব বিলাসবহুল গাড়ি রয়েছে তার মধ্যে অন্যতম হলো রোলস রয়েস ফ্যান্টম গাড়িটি। গাড়িটিতে ৬.৭৫ লিটার ইঞ্জিন দেওয়া হয়েছে। যার দাম বাজারে ১০ কোটি টাকা। গাড়িটি খুবই স্টাইলিস।

 রোলস রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপ (Rolls Royce Phantom Drophead Coupe)

রোলস রয়েস কোম্পানির আরেকটি গাড়ি রয়েছে মুকেশ আম্বানির সংগ্রহে। এটি হলো রোলস রয়েস ফ্যান্টম ড্রপহেড কুপ। এটি নিতা আম্বানিকর উপহার দিয়েছিলেন মুকেশ আম্বানি। এটি বিশ্বের সবচেয়ে দামি গাড়ি গুলির মধ্যে একটি। যার দাম ৯.৫ কোটি টাকা।

Aston Martin Rapide

৭) অ্যাস্টন মার্টিন র‌্যাপিড (Aston Martin Rapide)

এগুলি ছাড়াও অ্যাস্টন মার্টিন কোম্পানির অ্যাস্টন মার্টিন র‌্যাপিড নামক বিলাসবহুল ও দামি গাড়িটিও রয়েছে মুকেশ আম্বানির গ্যারেজে। যার দাম ৩.২৯ কোটি টাকা। এটি বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়িগুলির মধ্যে একটি।