বদলাচ্ছে আবহাওয়া, শিলাবৃষ্টি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে কমলা সতর্কতা জারী করল আবহাওয়া দফতর

রাজ্য থেকে শীত প্রায় চলে গিয়েছে বললেই চলে। মাঘের মাঝামাঝিতে অনেকের গায়েই এখন শীতবস্ত্রের আর দেখা মিলছে না। বেশিরভাগ মানুষজনকে দেখে মনে হচ্ছে, এখন বুঝি বসন্ত এসে গিয়েছে। তবে এরই মাঝে কিছু কিছু জায়গায় কমলা সতর্কতা (orange alert) জারী করল আবহাওয়া দফতর (weather office)।

জানা গিয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, গুজরাত-সহ উত্তরপ্রদেশের বেশকিছু এলাকায় ১ লা ফেব্রুয়ারী অবধি চলবে ভারী বৃষ্টি। যার কারণে জারী করা হয়েছে কমলা সতর্কতা। এখানেই শেষ নয়। অতিরিক্ত বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কারণে অনেক জায়গাতে জারী করা হয়েছে কমলা সতর্কতা।

img 20230131 164122

রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি রয়েছে পার্বত্য রাজ্যেগুলিতে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা। আবার হিমাচল ও উত্তরাখণ্ডের নিম্নাঞ্চলে বৃষ্টির কারণে জারী করা হয়েছে হলুদ সতর্কতা। রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়-সহ কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু এবং আন্দামান নিকোবরে বজ্রপাতের সতর্কতা।

img 20230131 164024

আবহাওয়া রিপোর্ট বলছে, ৩১ শে জানুয়ারী পর্যন্ত নয়ডা, গ্রেটার নয়ডা-সহ নয়াদিল্লি, নাজফগড়, দ্বারকা, পালাম, সফদরগঞ্জ, লোধি রোড এবং বসন্ত কুঞ্জসহ একাধিক জায়গায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। সেই কারণে সতর্ক করা হয়েছে এলাকাবাসীকেও।

img 20230131 164136

ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহের পাশাপাশি রয়েছে বৃষ্টির তৎপরতাও। সেইসঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাসও দেওয়া হয়েছে। প্রায় ৫ ডিগ্রি তাপমাত্রা নামার ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গে বৃষ্টির সেভাবে কোন প্রভাব পড়তে দেখা যাবে না। তাপমাত্রা সামান্য কমতে পারে এবং হালকা বাতাস বইতে পারে বলে জানা গিয়েছে। আবার সন্ধ্যের পর থেকেই ঘন কুয়াশার দাপট দেখা যাবে।