শাশুড়ি নীতা আম্বানি থেকে বউমা রাধিকা, জেনে নিন ঠিক কতদূর পড়াশুনা করেছেন আম্বানি পরিবারের মহিলারা

মুকেশ আম্বানি, নীতা আম্বানি থেকে শুরু করে আম্বানি পরিবারের নতুন পুত্রবধূ রাধিকা মার্চেন্ট সকলেই সংবাদ শিরোনামে একাধিকবার উঠে এসেছেন। সম্প্রতি সময়ে যেন আম্বানি পরিবার নিয়ে একটু বেশি মাতামাতি হচ্ছে নেটদুনিয়ায়। সদ্য বাগদান পর্ব সম্পন্ন হওয়া অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিষয়ে জানার আগ্রহ শেষই হচ্ছে না নেটদুনিয়ার বাসিন্দাদের।

সম্প্রতি মহা সমারোহের সহিত বাগদান সম্পন্ন হয়েছে মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির। নিজেরই ছোটবেলার বন্ধু রাধিকা মার্চেন্টের সঙ্গে বাগদান সারলেন অনন্ত আম্বানি। তবে তাঁদের বাগদানের পর জানা গিয়েছে, অনন্ত আম্বানির থেকে প্রায় ৫ মাসের বড় রাধিকা মার্চেন্ট। কারণ অনন্ত আম্বানির জন্ম ১৯৯৫ সালের ১০ ই এপ্রিল এবং অন্যদিকে রাধিকার জন্ম ১৯৯৪ সালের ১৮ ই ডিসেম্বর।

তবে এবার আলোচনা করব, এই আম্বানি পরিবারের বউরা অর্থাৎ মহিলারা ঠিক কতদূর পড়াশুনা করেছেন। অর্থাৎ তাঁদের শিক্ষাগত যোগ্যতা কত।

img 20230130 231954

নীতা আম্বানি (Nita Ambani)- স্বামী অর্থাৎ বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির মত করে, সংবাদ শিরোনামে প্রায়ই থাকতে দেখা যায় স্ত্রী নীতা আম্বানিকেও। মুম্বাইয়ের নরসি মোজি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স ইনস্টিটিউট থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পীও।

img 20230130 232013

ইশা আম্বানি (Isha Ambani)- মুকেশ আম্বানি ও নীতা আম্বানির মেয়ে ইশা আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশোনা শেষ করে আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়াও সাউথ এশিয়ান স্টাডিজ পড়ার পাশাপাশি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রিও অর্জন করেছেন ইশা।

img 20230130 232025

শ্লোকা মেহতা (Shloka Mehta)- মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির বড় পুত্রবধূ শ্লোকা মেহতা ভারতের বিখ্যাত হীরা ব্যবসায়ীর মেয়ে। পরিবারে তিন ভাইবোনের মধ্যে সবার ছোট শ্লোকা মেহতা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে ডিগ্রি নিয়েছেন। পড়াশুনার পাশাপাশি তিনি আবার সামাজিক কাজ করতেও পছন্দ করেন।

img 20230130 232038

রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)- মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কনিষ্ঠ পুত্রবধূ রাধিকা মার্চেন্ট মুম্বাইয়ের ইকোল মন্ডিয়েল ওয়ার্ল্ড স্কুল এবং বিডি সোমানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা লাভ করে ২০১৭ সালে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন।