‘দ্য কেরালা স্টোরি’র সমালোচনা নিয়ে মুখ খুললেন পরিচালক সুদীপ্ত সেন, কমল হাসান’কে বললেন এই কথা

বাঙালি পরিচালক সুদীপ্ত সেনে’র (Sudipto Sen) ফিল্ম “দ্য কেরালা স্টোরি” (The kerala story) মুক্তির পর থেকেই বিতর্কে জর্জরিত। ছবিটি নিয়ে লোকজনকে দুই শিবিরে বিভক্ত হতে দেখা গেছে। কেউ কেউ এর বিষয়বস্তু নিয়ে আপত্তি করলেও কেউ কেউ এর প্রশংসা করেছেন। সম্প্রতি আবুধাবিতে সুপারস্টার কমল হাসান (Kamal Hashan) ছবিটির সমালোচনা করে একে প্রোপাগান্ডা ফিল্ম বলে আখ্যা দিয়েছেন।

kamal hassan sudipto sen

কমল হাসান বলেন, ‘শুধু ট্যাগলাইন দিয়ে এটাকে সত্য ঘটনা বলা যাবে না’। এবার দ্য কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন এই বিষয়ে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জানান, ‘যারা ছবিটি দেখেননি তারা সমালোচনা করছেন’। একটি কথোপকথনে , সুদীপ্ত সেন কমল হাসানের বক্তব্যের বিষয়ে মুখ খুলেছেন এবং বলেছেন, ‘ আগে আমি ব্যাখ্যা করার চেষ্টা করতাম কিন্তু আজ আমি তা করি না।

the kerala story

কারণ যারা ছবিটিকে একটি প্রচারমূলক চলচ্চিত্র বলেছে, তারাই এটি দেখার পরে ছবিটিকে ভাল বলেছে। যারা দেখেননি তারা সমালোচনা করছেন। একইভাবে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। এই লোকেরা ছবিটি দেখেননি তাই এটিকে অপপ্রচার বলে মনে করছেন। আমাদের দেশে অনেক বোকা স্টেরিওটাইপ মানুষ আছেন, জীবন রঙিন না সাদা কালো তারা জানেন না।

the kerala story (1)

পরিচালক তার প্রতিক্রিয়া এও যোগ করেছেন যে, যদি বিজেপি ছবিটি পছন্দ করে তার মানে এই নয় যে এটি তাদের ছবি। শুধু বিজেপি নয়, কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দলগুলিও এবং আন্তর্জাতিকভাবে এটি ৩৭ টি দেশের মানুষ পছন্দ করেছে। ছবিটি নিয়ে সমালোচনা করলেও তিনি আমার সঙ্গে কথা বলেন। এটি আমার অনুশোচনা না। একজন ব্যক্তি ছবিটি না দেখেই তার মতামত তৈরি করেছেন। এবং এটাকে প্রোপাগান্ডা ফিল্ম বলে আখ্যা দিয়েছেন’।