১লা জুন থেকে বদল আসতে চলেছে ব্যাঙ্কের নিয়মে, জানুন নূন্যতম ব্যালেন্স কত রাখতে হবে?

আগামী ১লা জুন থেকে বদলাতে চলেছে কিছু পরিষেবার নিয়ম(New Government Rules)। এবং অতিরিক্ত কর ধার্য হতে চলেছে। সরকারি নির্দেশে ব্যাংক একাউন্ট থেকে শুরু করে গাড়ির বীমা, কিংবা সোনার গহনা সবকিছুতেই নতুন নিয়ম আসতে চলেছে। এই নতুন নিয়ম প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের জীবনে। বাড়তে পারে অতিরিক্ত করের বোঝা। চলুন দেখে নেয়া যাক ঠিক কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে নিয়মের।

goverment new ruls

১লা জুন থেকে লাঘু হতে চলেছে এই সরকারি নিয়মগুলি (This Government Rules Sould Be Affective from 1st June)।

সুদের হার বাড়ছে স্টেট ব্যাঙ্কে:

১ লা জুন অর্থাৎ আগামী বৃহস্পতি বার থেকে ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) চার্জ বৃদ্ধি হতে চলেছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় গৃহঋণ এর ক্ষেত্রে (EBLR) সুদের হার বেড়ে হবে ৭.০৫ শতাংশ, এবং (RLLR) বৃদ্ধি হয়ে হয়েছে ৬.৬৫ শতাংশ।

ব্যাঙ্কে নূন্যতম ব্যালেন্সের পরিমান বৃদ্ধি:

এক্সিস ব্যাঙ্কের (Axis Bank) একাউন্ট হোল্ডারদের ন্যূনতম ব্যালেন্স রাখার পরিমান বৃদ্ধি পেয়েছে। ব্যাঙ্কের নতুন নিয়ম অনুযায়ী, এক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের আগে যেখানে ১৫০০০ হাজার টাকা নুন্যতম ব্যালেন্স রাখতে হত, এখন সেখানে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে ২৫,০০০ টাকা।

এছাড়া, ১লা জুন থেকে ব্যাঙ্কের সেভিংস ও স্যালারি একাউন্টের ক্ষেত্রেও চার্জের পরিবর্তন হতে চলেছে। অটোডেবিট পরিষেবা চালু না রাখলে এবং নূন্যতম ব্যালেন্স বজায় না থাললে নির্ধারিত চার্জের পরিমান বাড়ানো হয়েছে। এছাড়াও বাড়ানো হয়েছে অন্যান্য পরিষেবা বাবদ চার্জ।

সোনার গহনায় হলমার্কিং:

নতুন নিয়মে, ১ লা জুন থেকে সোনার গহনায় হলমার্ক থাকাটা বাধ্যতামূলক করা হয়েছে। আগামী ১৪ই জুন থেকে সমস্ত সোনার দোকানে পাওয়া যাবে ১৪, ১৮, ২০, ২২, ২৩, এবং ২৪ ক্যারেটের সোনা। এবার থেকে বন্ধ হয়ে যাবে হলমার্ক ব্যতীত সোনার গহনা।

goverment new ruls (1)

গাড়ির বীমার দাম বৃদ্ধি:

আগামীতে গাড়ির বীমা হতে চলেছে আরও ব্যয়বহুল। পরিবহন মন্ত্রালয়ের নির্দেশে, দুই চাকা এবং চার চাকা গাড়ির বীমার ক্ষেত্রে বদল আস্তে চলেছে। এবার goverment new ruls (2) গাড়ির ইঞ্জিন ক্ষমতার উপর ভিত্তি করে নির্ধারণ করা হবে মূল্য। যেমন, ১০০০ CC-এর গাড়ির জন্য বীমার মূল্য ২০৯৪ টাকা দিতে হবে।

 

প্রধানমন্ত্রী অন্ন যোজনা:

এবার থেকে প্রধানমন্ত্রীর অন্তদয় অন্ন যোজনায় পাওয়া যাবে না গম। আগামী ১ লা জুন থেকে এই যোজনার অন্তর্ভুক্ত জেলাগুলিতে বিনামূল্যে গম সরবরাহ বন্ধ বা কমিয়ে দেওয়া হবে। এই গমের পরিবর্তে দেয়া হবে ৫ কেজি চাল।