ঘর ঠান্ডা থাকবে ৮ ঘন্টা! আজই বাড়িতে আনুন মাত্র ১২২৫ টাকার মিনি এসি, পাবেন পাহাড়ের অনুভূতি

প্রখর রোদের তাপে পুড়ছে গোটা প্রাণীকুল। বৃষ্টির কোন নাম গন্ধ নেই। উলটে দিনের পর দিন চড়ছে তাপমাত্রার পারদ। তবে মাঝে কদিন একটু হলেও, আবহাওয়ায় বদল ঘটেছে। সেই কাঠফাটা রোদ পেরিয়ে কিছুটা নরম হয়েছে সূর্যের তেজ। তবে এসি কিন্তু অফ করেননি কেউই।

এই অবস্থায় সকলেই একটু ঠান্ডার আশায় দরজা বন্ধ করে এসির (air conditioner) সামনে বসে থাকছেন। কিন্তু সবার পক্ষে তো সেই আরাম গ্রহণ করা সম্ভব নয়। তাই বাজারে রয়েছে একাধিক Portable AC, যা অল্প খরচে আপনাকে দেবে পাহাড়ের মত ঠান্ডার অনুভূতি।

img 20230424 185608

তাই এবার ঘরে নিয়ে আসুন Amazon-এর Mini Arctic Ultra Air Cooler। এটি পরিচালনা করার জন্য আপনাকে আলাদা করে কিছু করতে হবে না। ল্যাপটপ বা পাওয়ার ব্যাঙ্কের ইউএসবি-তে কানেক্ট করেই আপনি এটি ব্যবহার করতে পারবেন। সেইসঙ্গে পেয়ে যাবেন শীতলতার পরিবেশ।

ঘরের যে কোন কোণায় লাগিয়ে রাখতে পারেন এটিকে। একটি বড় এসির মত করেই আপনার ঘর ঠাণ্ডা করবে ১২২৫ টাকার এই Mini Arctic Ultra Air Cooler। তবে HSBC ব্যাঙ্কের মাধ্যমে কিনলে তখন প্রায় ৬১ টাকা ছাড়ও পেয়ে যাবেন। সেইসঙ্গে ফ্রি ডেলিভারি এবং ১০ দিনের রিটার্ন পলিসিও থাকছে এই এসির কেনার ক্ষেত্রে।

img 20230424 185631

জানিয়ে রাখি, ৯০০ গ্রাম ওজনের এই মিনি এসি চালাতে মাত্র ৮ ওয়াট শক্তি খরচ হবে। মাত্র ১৯ সেমি লম্বা এবং চওড়া হওয়ায় ঘরের যে কোন প্রান্তে এটিকে নিয়ে যেতে পারবেন। তবে এটির মধ্যে ঠান্ডা জল দেওয়ার কোন প্রয়োজন নেই। সাধারণ উষ্ণতার জল দিলেই, আপনাকে ৮ ঘণ্টা ঠাণ্ডা হাওয়া দেবে। তবে এটির মধ্যে একটি ফ্যান রয়েছে, যেটিতে স্পিড বাড়ানো কমানোর জন্য তিনটি মোড দেওয়া রয়েছে।