মেদিনীপুরের চাষির ছেলের অবদান ভোলেননি, বিয়ের পরে দয়ানন্দকে অভিনন্দন জানাতে হাজির ক্রিকেটার রোহিত শর্মা ও সূর্য কুমার যাদব

রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব মেদিনীপুরের এক চাষির ছেলে ও তাঁর স্ত্রী-র সঙ্গে তাদের বিয়ের পর দেখা করলেন। তবে এমনটা শোনার পর ছবিটা পরিষ্কার হওয়া মুশকিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য। কিন্তু যদি বলা হয় যে দয়ানন্দ গরানি ও তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন ক্রিকেটার রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব (In Dayanand garani’s wedding ceremony Rohit Sharma and suriya Kumar visit their place) তাহলে এবার সবার চোখের সামনে ভেসে উঠবে ঝাঁকড়া চুলের এক সুঠাম দেহের ছোকরার ছবি।

জানিয়ে দি যে দয়ানন্দ গরানি হলেন ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম থ্রো-ডাউন স্পেশালিস্ট। নিজেদের সাফল্যের জন্য ক্রিকেটার বিরাট কোহলি এনার কৃতিত্ব সবার সামনে স্বীকার করেছেন। মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত জামিট্যা গ্রামের বাসিন্ধা তরুণ দয়ানন্দ গরানি ভারতীয় ক্রিকেট টিমের সাপোর্ট স্টাফ হিসেবে জয়েন করেছিলেন ২০২০ সালে।

জানিয়ে দি যে দয়ানন্দ এর বাবা একজন চাষী। ভারতের আর ৫টা ছেলের মতো দয়ানন্দও ছোটবেলা থেকে একজন ক্রিকেটার হওয়ার সপ্ন দেখতেন। তবে ক্রিকেটের ময়দানে বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারেননি তিনি। গরীব হওয়ায় প্রতিদিন কলকাতায় গিয়ে ক্রিকেট প্র্যাকটিস করার মতো সামর্থ ছিল না তার। তাই তিনি কোলাঘাটেই নিজের প্র্যাকটিস চালিয়ে যান। শেষমেশ সব প্রতিবন্ধকতা দূর করে সিএবির ক্লাব ক্রিকেটে আত্মপ্রকাশ করেন দয়ানন্দ। খেলার ফাঁকে গ্রিন পুলিশের চাকরিও করেন। তবে কলকাতার ট্রাফিক পুলিশের কাজ করতে করতে তার জীবন যে তাকে এইদিকে নিয়ে আসবে সেটা দয়ানন্দ হয়তো সপ্নেও ভাবেনি।

যেহেতু দয়ানন্দ ভালো ম্যাসাজ করতে পারতেন। আর সঙ্গে দুহাতে বল করতেও দক্ষ ছিলেন তাই শুভানুধ্যায়ীদের পরামর্শে নিজের কেরিয়ারকে অন্য দিকে টেনে নিয়ে যান তিনি। ট্রেনার হিসেবে হাত পাকানোয় নজর দেন। অন্ধ্রপ্রদেশের রঞ্জি দলের ট্রেনার হিসেবে কাজ করার সুযোগ পেয়ে যাওয়ার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। দয়ানন্দের দুই হাতে বিদ্যুৎ গতিতে থ্রো-ডাউন দেওয়ার দক্ষতা নজরে পড়ে যায় তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাবের কোচ অনিল কুম্বলের। ফলে সাপোর্ট স্টাফ হিসেবে আইপিএলে পঞ্জাব কিংসের অন্দরমহলে ঢুকে পড়েন তিনি। তাঁর দক্ষতাই তাঁকে শেষমেশ টিম ইন্ডিয়ার অন্দরমহলেও জায়গা করে দেয়। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন দয়ানন্দ গরানি। তাই হাজার ব্যস্ততার মাঝেও ভারতীয় ক্রিকেট টিমের দুইজন দ্বীগজ প্লেয়ার রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব, দয়ানন্দ ও তাঁর সদ্যবিবাহিতা স্ত্রীর সঙ্গে দেখা করতে যান। এমনকি দয়ানন্দ ও তার পরিবারের সদস্যদের সাথেও ছবিও তোলেন তারা।