৩ দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন পশ্চিমবঙ্গের এই হিল স্টেশন থেকে, প্রকৃতির সৌন্দর্য্য মুগ্ধ করবে আপনাকে

গরম বেশ ভালোই পড়তে শুরু করেছে। এই সময় অনেকেই ঠান্ডার আমেজ পেতে ছুটে যাচ্ছেন কোন পাহাড় কিংবা সমুদ্রে। তবে আপনি যদি বারংবার দার্জিলিং (Darjeeling) ঘুরে ঘুরে বিরক্ত হয়ে যান, তাহলে দেখে নিন এমন একটি মনোরম স্থান, যেখানে গেলেই মন ভালো হতে বাধ্য আপনার।

৩ দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন কালিম্পঙ এর কাফেরগাঁওতে (Kaffergaon)। দার্জিলিং এবং কালিম্পং ঘুরে ঘুরে যাদের কাছে একঘেয়ে হয়ে গিয়েছে, এই স্থান সেইসকল মানুষদের কাছে এক অন্যরকম অনুভূতি এনে দেবে। পাহাড়ের কোলে অত্যন্ত নির্জন-নিরিবিলিতে একান্তে কিছুটা সময় কাটানোর জন্য যাওয়া যেতেই পারে কাফেরগাঁওতে।

img 20230404 194629

এই স্থান যাওয়ার জন্য বেশ কয়েকটি রাস্তা রয়েছে। নিউ মাল স্টেশন থেকে এই কাফেরগাঁওয়ের দূরত্ব মাত্র ৩ কিমি। চাইলেই এই পথ ধরতে পারেন আপনি। আবার কালিম্পং-লাভা হয়েও যেতে পারবেন কিংবা সবুজ বনানীর মধ্যে দিয়ে যেতে চাইলে বাগরাকোট থেকে লোলেগাঁও হয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে পারেন।

এখানে নানারকম সুন্দরন সুন্দর হোমস্টে রয়েছে। যার রুম থেকেই আপনি সুদূরে অবস্থিত কাঞ্চনজঙ্ঘাকে দুচোখ ভরে দেখতে পারবেন। এই স্থানে আপনি আবার পেয়ে যাবেন নানারকম পাহাড়ি খাবারের সঙ্গে সঙ্গে পছন্দমত বাঙালি খাবারও।

img 20230404 194642

খুব বেশি বড় নয় এই গ্রাম। তাই যেতে চাইলে আগে থাকতে আপনাকে রুম বুকিং করে যেতে হবে। এখানে ২-৩ দিনের জন্য আপনার মাথাপিছু খরচ পড়বে প্রায় ৩০০০ থেকে ৪০০০ টাকা। সেইসঙ্গে আপনারা পাহাড়ের মাঝে ছোট্ট এই গ্রাম কাফেরগাঁও থেকে দেখতে পাবেন প্রকৃতির অপরূপ একটি রূপ।