শুধু ভারটের নয় এটা এশিয়ার সবথেকে উঁচু রোডব্রিজ! যার ওপর দিয়ে যেতে গিয়ে কাঁপে হাত পা

এশিয়ার সবথেকে উঁচু রোডব্রিজ

ভারতের ব্রিজের (Highest Bridge In India) সংখ্যা নেহাত কম নয়। উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম ভারতে অসংখ্য ব্রিজ রয়েছে। যার মধ্যে আমাদের বাংলার বিখ্যাত কয়েকটি ব্রিজ হলো দ্বিতীয় সেতু, হাওড়ার ব্রিজ, ফারাক্কা ব্রিজ ইত্যাদি। তবে আজ ভারতের এমন এক ব্রিজ সম্পর্কে কথা বলবো, যেই অ্যাডভেঞ্চারে ভরপুর। এই ব্রিজটি ভারত তথা এশিয়ার সর্বোচ্চ সড়ক সেতু (Asia’s Highest Bridge) । চলুন ব্রিজটি সম্পর্কে জেনে নিন।

Highest Bridge

প্রসঙ্গত, অনেক অ্যাডভেঞ্চার প্রবণ মানুষই রোমাঞ্চকর জায়গায় ভ্রমণ করতে ভালোবাসেন। আমিও যদি এই দলে পড়েন তবে আপনাকে অবশ্যই ঘুরে আসতে হবে ছিচুম গ্রাম (Chicham Village)। পাহাড়ের কোলে অবস্থিত এই গ্রামটি অ্যাডভেঞ্চারে ভরপুর। আর এই গ্রামে পৌঁছাতে হলে আপনাকে পার করতে হবে ছিচুম ব্রিজ (Chicham Bridge)। তবে এই ব্রিজ পার হতে গেলে অনেকটাই সাহসের প্রয়োজন। কিছুদিন আগেই নির্মিত হয়েছে এই ব্রিজ। যা বৰ্তমান ভারত তো বটেই, এশিয়ার সর্বোচ্চ সড়ক সেতু বলে গণ্য করা হয়।

ভারতের হিমাচল প্রদেশের (Himachal Pradesh) পাহাড়ের কোলে রয়েছে এই ব্রিজটি। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪,০০০ ফুট উঁচুতে অবস্থিত। চিচুম ব্রিজটির উচ্চতা ১৫০ মিটার এবং দৈর্ঘ্য ১২০ মিটার। সেতুটির মাধমে চিচুম গ্রামকে যুক্ত করা হয়েছে। ১৪ হাজার ফুট উঁচু এই সেতু দিয়ে পারাপার করা সবার সাধ‍্য নয়। একমাত্র অ্যাডভেঞ্চার প্রবন মানুষেরাই তা করতে পারেন। এই ব্রিজের উপর দাঁড়িয়ে যদি নিচের দিকে তাকান তবে আপনার হা পা কাঁপতে শুরু করবে।

Bridge

জানিয়ে রাখি, এর আগে এশিয়ার সর্বোচ্চ সড়ক সেতুর শিরোপা চীনের দখলে ছিল। তবে ভারতে চিচুম ব্রিজ নির্মিত হওয়ার পর ভারত এই শিরোপা কেড়ে নেয় চীনের কাছ থেকে। এই সেতু পর্যটকদের জন্য অনেকটাই স্বস্তি এনে দিয়েছে। বর্তমানে এই সেতু হয়েই কিয়োটোর পৌঁছান পর্যটকরা।এতে সময়ের পাশাপাশি অর্থও বাঁচে।