একদিকে 5G-র অপেক্ষায় বসে রয়েছে গোটা ভারত, অন্যদিকে LG করে ফেলল 6G-র সফল টেস্টিং

6G সফল হলো পরীক্ষায়

চলতি বছরে ইতিমধ্যে 5G লঞ্চ হয়ে গিয়েছে। কবে থেকে ইন্টারনেট সার্ভিস প্রদান করা হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যেই 6G নিয়ে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। বিদেশের বড় বড় কোম্পানি (Company) পরীক্ষায় নিযুক্ত রয়েছে। তার মধ্যে কিছু কোম্পানি আবার 6G পরীক্ষার সফল হয়েছে। আজ সেরকমই একটি কোম্পানির কথা আপনাদের জানাবো, চলুন বিস্তারিত জেনে নিন।

LG Company

6G পরীক্ষায় সফল হয়েছে এলজি কোম্পানি (LG)। দক্ষিণ কোরিয়া দেশে প্রযুক্তি জায়ান্ট ৩২০ মিটার দূরত্বে ১৫৫ থেকে ১৭৫ গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেঞ্জে 6G Terahertz (THz) ডেটার ওয়ারলেস ট্রান্সমিশন সফল হয়েছে। এলজি জানিয়েছে, ৭ ই সেপ্টেম্বর জার্মানিতে বার্লিনের ফ্রাউনহোফার হেনরিথ হার্টজ ইনস্টিটিউটে পরীক্ষাটি পরিচালিত হয়েছিল।

অন্দর এবং বহিরঙ্গন দুই পরিবেশে 6G THz বাণিজ্যিকরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। কারণ শহরে ম্যাক্রো সেলগুলির মধ্যে বেস স্টেশনগুলির (Base Station) রেফারেন্স সেল ২৫০ মিটারের মধ্যে কভারেজ করা সম্ভব হয়েছে। কোম্পানি আরো জানিয়েছে, 6G প্রযুক্তিতে আল্ট্রা ওয়াডব্যান্ড ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়েছে। এই ব্যান্ড অপেক্ষাকৃত স্বল্পপরিসর। তবে ট্রান্সমিশন এবং রিসেপশনের সময় পাওয়ার লস হতে পারে।

5G network

তবে এই সমস্যার সমাধান হিসেবে তৈরি হয়েছে LG Fraunhofer HHI এবং Fraunhofer Institute for Applied Solid State Physics (IAF) , যা যৌথ ভাবে পাওয়ার এম্প্লিফায়ার তৈরি করবে। যা এই সংক্রমণের শক্তি বাড়াতে সক্ষম হবে। একটি রিসিভার লো – নয়েজ এমফ্লিমেন্ট তৈরি করা, হয়েছে যা ইনকামিং সিগন্যালের গুণমানকে অনেক উন্নত করেছে।

LG