প্রভাস হোক বা যশ, ৯৯% মানুষ জানেন না দক্ষিণের এই ৭ তারকার পুরো নাম

সম্প্রতি দিনগুলিতে দক্ষিণ ভারতীয় ছবিগুলো (South Indian film) বক্স অফিসে (Box-Office) আধিপত্য বিস্তার করছে। অনেক দক্ষিণ ভারতীয় তারকা এখন প্যান ইন্ডিয়া (Pan India) লেবেলের তারকা হয়েছেন, বা অনেকেই এই দিকে পদক্ষেপ নিয়েছেন। যেভাবে বাড়ছে দক্ষিণী অভিনেতাদের জনপ্রিয়তা, সেই সঙ্গে বাড়ছে এই তারকাদের সম্পর্কে জানার কৌতূহলও। এখন অবধি আপনি অবশ্যই কেজিএফ (KGF) অভিনেতা যশ (Yash) এবং বাহুবলীর প্রভাসে’র (Probhas) একক নাম শুনেছেন। কিন্তু এই অভিনেতাদের পুরো নাম কি জানেন?

বাহুবলী (Bahuboli) থেকে প্যান ইন্ডিয়া তারকা হয়ে ওঠা অভিনেতা প্রভাসের পুরো নামটি বেশ লম্বা। জানিয়ে রাখি, দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রভাসের পুরো নাম, ‘উপলপতি ভেঙ্কটা সত্যনারায়ণ প্রভাস রাজু’। এই দক্ষিনী জনপ্রিয় অভিনেতা এখনো পর্যন্ত অনেক সুপারহিট ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন। তবে, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওম রাউতের ছবি আদিপুরুষ (Adipurush) কিছুটা হলেও দর্শকরা প্রত্যাখ্যান করেছেন।

গোটা সোশ্যাল মিডিয়া (Social Media) জুড়ে ছবিটিকে নিয়ে চলছে নানা বিতর্ক। বিশেষ করে, ছবিটির সংলাপ ও কিছু দৃশ্য নিয়ে হিন্দু ধর্মকে আঘাত করার অভিযোগ উঠেছে। কোথাও বা দাবী উঠেছে ছবিটি নিষিদ্ধ করার। পৌরাণিক কাহিনী রামায়ণের ওপর ভিত্তি করে নির্মিত এই ছবিটিতে প্রভাস (Probhas) খুব বেশি সাফল্য অর্জন করতে পারেননি।

কেজিএফ (KGF) তারকা, যশ (Yash) নামে বা রকি ভাই নামে পরিচিত, কিন্তু আপনি কি তার পুরো নাম জানেন? অভিনেতা যশের পুরো নাম ‘যশ গৌড়া’ (Yash Goura), এবং তার আসল নাম ‘নবীন কুমার গৌড়া’। অভিনেতা জুনিয়র এনটিআর-এর (Jr. NTR) জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে RRR ছবির মাধ্যমে। খুব কম লোকই জানেন যে, জুনিয়র এনটিআর-এর পুরো নাম ‘নন্দমুরি তারাকা রামা রাও’।

অভিনেতা রাম চরণে’র (Ram Charan) নামও দক্ষিণের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্তর্ভুক্ত। এবং আজ তিনি সারা দেশে বিখ্যাত হয়ে উঠেছেন। অনেকেরই অজানা এই অভিনেতার পুরো নাম। দক্ষিনী অন্যান্য তারকাদের মতো রাম চরণের পুরো নাম ‘কোনিদেলা রামচরণ তেজা’।

ধানুষ (Dhanush) দক্ষিণের অন্যতম জনপ্রিয় একজন সুপারস্টার। সম্পর্কে তিনি রজনীকান্তের প্রাক্তন জামাই। ধানুষের, আসল নাম ‘ভেঙ্কটেশ প্রভু কস্তুরী রাজা’। দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু (Mahesh Babu) বহু নারীর হৃদয়ের স্পন্দন। তবে, তার আসল নাম খুব কম লোকে জানেন। মহেশ বাবু’র আসল নাম ‘ঘটমনেনী মহেশ বাবু’।