চিন্তার ভাঁজ আম্বানির কপালে! ভারতীয় টেলিকম সেক্টরে ধামাকাদার এন্ট্রি ইলন মাস্কের

ভারতে এবার স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট পরিষেবা শুরু হবে, সেই দিন একদমই আসন্ন। যতদূর জানা যাচ্ছে, Tesla এর CEO ইলন মাস্ক (Elon Musk) ইচ্ছা প্রকাশ করেছেন ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু করার। সম্প্রতি, আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), এখানে তিনি সাক্ষাৎ করেন বিশ্বের কিছু শ্রেষ্ঠ শিল্পপতিদের সঙ্গে। যেখানে ইলন মাস্কও উপস্থিত ছিলেন। ইলন জানান, তিনি মোদি’র বড় ফ্যান। এবং তিনি খুব শীঘ্রই বড় বিনিয়োগ করতে চলেছেন ভারতে।

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইলনের সাক্ষাতের খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় ভারতীয় টেলিকম বাজারে। সূত্রের খবর অনুযায়ী, ইলন মাস্ক তার স্টারলিঙ্ক (Starlink) ইন্টারনেট পরিষেবা ভারতে শুরু করতে চান। এও জানা যায় প্রধানমন্ত্রী এই বিষয়ে সম্মতি দিয়েছেন, এবং ইলন মাস্ককে স্বাগত জানিয়েছেন।

ইলন মাস্ক জানান, ‘এবার ভারতে তারা Starlink প্রজেক্ট শুরু করতে চান। এবং শীঘ্রই ভারতে স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা শুরু হওয়া উচিত। যদি এটা সম্ভব হয় তাহলে ভারতের পিছিয়ে পড়া গ্রামগুলো ইন্টারনেট পরিষেবা ব্যাবহারের সুবিধা পাবে’। জানিয়ে রাখি, Starlink হল স্যাটেলাইট ইন্টারনেট কনসালটেশন। যা টেসলার CEO ইলন মাস্ক এর কোম্পানি। এই কোম্পানি স্যাটেলাইটের সাহায্যে হাই স্পিড ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। যার জন্য কোন টাওয়ারের প্রয়োজন হয় না।

Starlink-এর ভারতে পরিষেবা শুরু করার খবর প্রকাশ্যে আসতেই, কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় টেলিকম কোম্পানিগুলোর। ভারতে এই পরিষেবা চালু হলে Jio, Airtel, VI-এর মতো কোম্পানিগুলোকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হবে। উল্লেখ্য যে, ২০২১ সাল নাগাদ মাস্ক ভারতে স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা লঞ্চ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেই সময়ে কাজটি সফল হয়নি।

 

প্রসঙ্গত, ভারতের বাজারে স্টারলিঙ্ক প্রবেশ করলে মাস্ককেও কড়া প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে। কারণ, ইতিমধ্যেই ভারতের বাজারে টেলিকম সার্ভিসে একচেটিয়া রাজত্ব করছে Jio। ৪৪ কোটির বেশি টেলিকম গ্রাহক রয়েছে jio এর আয়তায়। ফলে এই প্রতিদ্বন্দ্বিতা স্টারলিঙ্ক- এর জন্য বেশ কঠিন হতে পারে।