১৪ হাজার কোটি টাকার প্রকল্প নিয়ে ভারতকে আলোকিত করতে চলেছে টাটা আম্বানির কোম্পানি, থাকবে কর্ম সংস্থানের সুযোগ

১৪ হাজার কোটি টাকার প্রকল্প

এখন সোলার সেক্টরের (Solar Sector) নিয়ে সরকার প্রতিনিয়ত পরিকল্পনা করে চলেছে। ঘরে ঘরে সস্তায় বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার রয়েছে। এরজন্য সোলার পাওয়ার (Solar Power) সেক্টরের উপর জোর দিয়েছে । সরকার ১৪ হাজার ০০৭ কোটি টাকা দিয়েছে PLL স্কিমের অধীনে টাকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। চলুন বিস্তারিত জেনে নিন।

Tata

 

সরকার এখনও পর্যন্ত ঘোষণা করেছে ৩৯ হাজার ৬০০ মেগাওয়াট অভ্যন্তরীণ সোলার ইউনিট স্থাপনের জন্য। এই বিশাল কর্মকাণ্ডের জন্য বেছে নেওয়া হয়েছে রিলায়েন্স জিও কোম্পানি, টাটা গ্রুপের টাটা পাওয়ারের মতন কোম্পানিগুলি। আপনাদের জানিয়ে রাখি, এই ৩৯৬০০ মেগাওয়াটের স্কিমে রিলায়েন্স জিও ৪ হাজার ৮০০ মেগাওয়াট, টাটা ৪ হাজার মেগাওয়াট উৎপাদন করবে সৌরবিদ্যুৎ।

সরকারের এই প্রকল্পে প্রচুর মানুষ কাজের সন্ধান হবে। পুরো দেশে কর্ম সংস্থান হবে ১ লক্ষ এরও বেশি। ডাইরেক্ট এর পোস্টে চাকরি হবে ৩৫ হাজার ০১০ জন এবং ইনডাইরেক্ট এর পোস্টে কর্ম সংস্থান হবে ৬৫ হাজারেরও বেশি। এই প্রকল্প শেষ হলে দেশে আমূল পরিবর্তন আসতে চলেছে। আসুন জেনে নিন PLI স্কিম নিয়ে।

Reliance Jio

PLI স্কিম বলতে কী বোঝ?
এই স্কিমে সোলার সেক্টর বা ম্যানুফ্যাকচারিং সেক্টর বা মেক ইন্ডিয়ার অধীনে সরকার ভর্তুকি দিয়ে থাকে , কারণ দেশের জিনিস তৈরি হওয়ার জন্য। এখন বিভিন্ন স্মার্টফোন সেগমেন্ট এই সকল কোম্পানির PLI স্কিমের অধীনে রাখা হয়েছে। ভারতের এর উৎপাদন বাড়ছে। বিভিন্ন স্থানীয় কোম্পানি গুলো PLI প্রকল্পের মধ্যে পড়ছে।