কেবলমাত্র ২% ভারতীয় পারছেন এই প্রাচীনতম রেল স্টেশনগুলি চিনতে দেখুন তো আপনিও কী রয়েছেন সেই তালিকায়

২% ভারতীয় পারছেন এই প্রাচীনতম রেল স্টেশনগুলি

ভারতের রেল স্টেশনের (Indian Railway Station) সংখ্যা নেহাত কম নয়। যেখানে নতুন করেও অনেক রেল স্টেশন তৈরি করা হচ্ছে। আবার অনেক পুরনো স্টেশনকে নতুন রূপ দেওয়া হচ্ছে। ভারতে রেলপথের সূচনা সেই ব্রিটিশ আমল থেকে। আজকের ব্রিটিশ মুক্ত ভারত এই রেলপথের উপর বেশীরভাগটা নির্ভরশীল। তবে আজকের প্রতিবেদনে আপনাদের ভারতের এমনকিছু রেল স্টেশন সম্পর্কে জানাবো, যা বহু প্রাচীন (Oldest Railway Station of India)। এই রেল স্টেশনের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি ও ইতিহাস।

১) হাওড়া জংশন (Howrah Junction) :

Howrah junction

২৩টি প্ল্যাটফর্ম নিয়ে গঠিত হাওড়া রেলওয়ে স্টেশন বিশ্বের অন্যতম ব্যাস্ত রেলওয়ে স্টেশন। যেখানে প্রতিদিন ২ লক্ষের বেশি যাত্রী ট্রেনে ওঠা নামা করেন। ১৯৫৪ সালে এই স্টেশনটি থেকে প্রথম ট্রেন চলতে শুরু করে। এটিও ভারতের অন্যতম প্রাচীন রেল স্টেশন।

২) ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস (Shivaji Maharaj Terminus) :

Shivaji Maharaj Terminus

মুম্বাইয়ে অবস্থিত ভারতের ব্যাস্ততম রেলস্টেশনগুলির মধ্যে একটি হলো ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস। এটি ভারতের বহু প্রাচীন একটি রেক স্টেশন। যা নির্মিত হয়েছিল ১৮৫৩ সালে। পূর্বে এর নাম ছিল ভিক্টরিয়া টার্মিনাস। প্রসঙ্গত, ইউনেস্কো কর্তৃক এই স্টেশনকে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দেওয়া হয়েছে।

৩) পুরাতন দিল্লি রেলওয়ে স্টেশন (Old Delhi Railway Station) :

Old Delhi Railway Station

১৮৬৪ সালে প্রথম নির্মিত হয় এই রেল স্টেশনটি। যা ১৯০৩ সালে কিছুটা পরিবর্তন করা হয়। এই রেলওয়ে স্টেশনটি দিল্লির চাঁদনি চকে অবস্থিত। স্টেশনটি লাল কেল্লার মতো করে গড়ে তোলা হয়েছে। প্রতিদিন এই স্টেশনটি থেকে ২ লক্ষ মানুষ যাতায়াত করেন।

৪) লখনউ চারবাগ রেলওয়ে স্টেশন(Lucknow Charbagh Railway Station) :

Lucknow Charbagh Railway Station

ভারতের সবচেয়ে পুরানো ও সুন্দর স্টেশনগুলির মধ্যে একটি হলো লখনউ চারবাগ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ১৯১৪ সালে নির্মিত হয়েছিল। স্টেশনটিতে রাজস্থানী ও মুঘল স্থাপত্যের ছোঁয়া রয়েছে। স্টেশনটিতে রয়েছে ৯টি প্ল্যাটফর্ম। এটি উত্তর ভারতের অন্যতম ব্যাস্ত রেলওয়ে স্টেশন। জানিয়ে রাখি, ১৯১৬ সালে এই স্টেশনেই জওহরলাল নেহেরু গান্ধীজির সঙ্গে প্রথম দেখা করেছিলেন।

৫) বারোগ রেলওয়ে স্টেশন (Barog Railway Station) :

Barog

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় রয়েছে এই রেল স্টেশনটি। স্টেশনটি প্রথম ১৯০৩ সালে চালু করা হয়েছিল। প্রথমে স্টেশনটির নাম দেওয়া হয়েছিল কর্নেল বারোগ রেলওয়ে স্টেশন। প্রসঙ্গত, বিখ্যাত কালকা-শিমলা রেললাইন হল হিমাচল প্রদেশে অবস্থিত একটি ছোট্ট রেলওয়ে স্টেশন।