দুর্দান্ত সুযোগ! ১০০ টাকারও কম দামে এই ২ Stock-এ বিনিয়োগকারীরা হতে পারেন কোটিপতি,১ বছরে ৬০% রিটার্নের সম্ভাবনা

শেয়ার বাজারে (Share Bazar) অনেকেই বিনিয়োগ করতে চান। কিন্তু সঠিক জ্ঞানের অভাবে টাকা বিনিয়োগ (Investment) করলে মুনাফার পরিবর্তে ক্ষতির সম্মুখীন হয়ে যায়। কিন্তু অনেক সাধারণ মানুষই শেয়ারবাজারে বিনিয়োগ করে মুনাফা অধিকারী হচ্ছেন। যদি ঠিকঠাক তথ্য আপনার কাছে থাকে, তাহলে শেয়ার বাজারে লাভের মুখোমুখি আপনিও হতে পারেন।

Share Bazar

বিনিয়োগ (Investment) করার আগে সেই স্টকের ব্যাপারে ভালোভাবে খোঁজখবর নেবেন। কেমন গুণগতমান সেটিও ভালো করে জানবেন। সর্বশেষ স্টকের (Stock) দামের দিকেও ভালো করে নজর দেবেন। আপনাদের জানিয়ে রাখি, শেয়ার মার্কেটে যেসব সময় বেশি দামি স্টক থাকবে, সেরকম কোনো ব্যাপার নেই। আপনি সস্তাও পেতে পারেন। সেই সমস্ত স্টক (Stock) ভবিষ্যতে অনেক মুনাফাও আপনাদের এনে দেবে।

একটু খোঁজখবর নিলে, আপনি জানতে পারবেন বাজারে অনেক কম দামী স্টক রয়েছে, যেগুলো খুব ভালো মুনাফা দেয়, তেমনি তার দাম খুব বেশি নয়। তারা যে সেক্টরে এতদিন ব্যবসা করছে, সেই সব সেক্টরগুলো খুবই শক্তিশালী। একে লম্বা রেসের ঘোড়াও বলা যেতে পারে। আজ আপনাদের এমনই দুটি স্টকের কথা বলব, যে গুলির দাম খুবই সস্তা এবং ভবিষ্যতেও দাম বাড়তে চলেছে। কারণ এইসব স্টকে বিনিয়োগ করলে আপনার মুনাফাও ভালো আসবে।

Money

প্রথম স্টকের নাম হল সিইএসসি (CESC). এর পুরো অর্থ হলো Calcutta Electric Supply Corporation. যার বর্তমান মূল্য এখন দাঁড়িয়েছে ৬৮ টাকা। ভবিষ্যতের এই স্টকের মূল্য আরো বাড়তে চলেছে। এর লক্ষ্য মূল্য হতে চলেছে ১০৮ টাকা। আপনাদের জানিয়ে রাখি বিভিন্ন ব্রোকারেজ হাউসগুলোকে CESCতে বিনিয়োগ করতে আগ্রহ দেখায়। আপনি যদি এখানে বিনয়োগ করেন, তাহলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ৬০ শতাংশ। দ্বিতীয় স্টকের (stock) নাম হল ফাইন্যান্স হোল্ডিং (Finance Holding). এর বর্তমান মূল্য হলো ৬৭ টাকা। ভবিষ্যতের লক্ষ মূল্য হল ১০০ টাকা। আপনাদের জানিয়ে রাখি, এই স্টকটি Emkay Global এর LT Finance Holding stock. আপনি এখানে বিনিয়োগ করলে রিটার্ন পাবেন ৪৭ শতাংশ।