পোস্ট অফিসের টার্ম ডিপোজিটে মিলবে নিশ্চিত লাভ, ৬.৭ শতাংশ হারে মিলবে সুদ

দেশের আর্থিক অবস্থা (Financial Condition) খুব একটা ভালো নয়। আসলে শুধু দেশ নয়, বিশ্বের আর্থিক অবস্থার ওপর প্রভাব পড়েছে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের জন্য। মুদ্রাস্ফীতি যাতে না হয় সেই কারণে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো তাদের সুদের হার বাড়িয়েছে, তবে গ্রাহকরা এই সময় ঠিকমতো রিটার্ন পাচ্ছেন না। তাই বিনিয়োগ করতে তারা পিছিয়ে আসছেন। আজ আপনাদের বিনিয়োগ করার একটি ভালো উপায় জানাবো।

Post Office

আপনি যদি নিরাপদে বিনয়ের বিনিয়োগ করতে চান তাহলে ডাকঘর (Post Office) বেছে নিতে পারেন। পোস্ট অফিসে একটি স্কিম হলো এফডি স্কিম (FD Scheme). যেটা গ্রাহকরা টার্ম ডিপোজিট স্কিম (Term Deposit Scheme) নামে চিনে থাকে। এই স্কিমে ভালো রকমই রিটার্ন দেওয়া হয়ে থাকে। এই স্কিম এর মেয়াদকাল হলো ১, ২, ৩ ও ৫ বছর। এই স্কিমের (Scheme) জন্য আপনি যদি টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনাকে বেশ ভাল রকমের সুদ দেওয়া হয়ে থাকবে।

আপনি কত সুদ পাবেন,

আপনি যদি এক বছরের জন্য টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি সুদ পাবেন ৫.৫ শতাংশ। আপনি যদি দু’বছরের জন্য টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি সুদ পাবেন ৫.৫ শতাংশ। আপনি তিন বছরের জন্য টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি একই সুদ পাবেন। আপনি ওদের ৫ বছরের জন্য টাকা বিনিয়োগ করেন তাহলে আপনি সুদ বেশি পাবেন, তা ৬.৭ শতাংশ।

Post Office

আপনি এখানে বিনিয়োগ করতে চাইলে আপনার বয়স হতে হবে ১৮ বছরের বেশি। তবে ১০ বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে অভিভাবকের তত্ত্বাবধানে অ্যাকাউন্ট খোলা যেতেই পারে। আপনি যদি এই স্কিমের জন্য অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনাকে সব থেকে কম ১ হাজার টাকা বিনিয়োগ করতেই হবে। তবে এই বিনিয়োগের ক্ষেত্রে কোন সর্বোচ্চ টাকার লিমিট নেই। আপনি যত খুশি চাইলে বিনিয়োগ করতে পারবেন। আপনি আয় করের ধারা ৮০c ছাড় পেয়ে যাবেন। আপনি ছয় মাস কোন টাকা তুলতে পারবেন না। আর যদি এক বছরের আগে টাকা তোলেন, তাহলে আপনার আমানতে যে পরিমাণ তার থেকে কেটে নেওয়া হবে ২ শতাংশ। আপনি যদি পাঁচ বছরের জন্য ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনার সুদের হার হবে ৬.৭ শতাংশ। আপনার এই টাকাটি ৩ মাস অন্তর অন্তর দেওয়া হয়ে থাকবে।