রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে আরো ধনী হচ্ছেন মুকেশ আম্বানি, জানুন কীভাবে!

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দ্বন্দ এখন স্থগিত হলেও, ইউক্রেন ও রাশিয়াকে কেন্দ্র করে প্রতিনিয়ত আপডেট কোনো না কোনো আসতেই থাকছে। এদিকে, রাশিয়ার ইউক্রেন হামলায় লাভবান হচ্ছেন ভারতের বেসরকারি শোধনাগার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। যেখানে রিলায়েন্স কোম্পানি সালিশি ব্যারেল ক্রয় করে ফিডস্টোক খরচ কমিয়েছে। একই সাথে শোধন প্রক্রিয়ায় উৎপাদিত তেল থেকে রাসায়নিক দ্রব্যের মূল্য সর্বোচ্চ করেছে।

হ্যাঁ, গ্রুপ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রাশিয়া থেকে খনিজ তেল আমদানি করছে। এবং অপরিশোধিত তেলকে শোধন করে ভারতীয় তেলের বাজারে একটি বড় হিস্যা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে, গ্রুপ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের সবচেয়ে বড় বেসরকারি শোধনাগার কোম্পানি। আর্বিট্রেজ ব্যারেল বলতে অপরিশোধিত তেলের ব্যবসাকে বুঝায়। যেখানে একটি কোম্পানি একই সময়ে বাজার থেকে সস্তায় ক্রুড ক্রয় করে এবং মার্জিন সহ অন্য বাজারে বিক্রি করে।

RIL-এর জয়েন্ট চিফ ফাইনান্সিয়াল অফিসার ভি শ্রীকান্ত জানিয়েছেন, ‘আমরা আর্বিট্রেজ ব্যারেল সোর্সিং করে ফিডস্টক খরচ কমাতে সক্রিয় হয়েছি।’ কোম্পানির আধিকারিকদের মতে আর আই এল (RIL) এই সুযোগটি খুব আকর্ষণীয় বলে মনে করছে। যার কারণে কোম্পানির মার্জিন উন্নতি হয়েছে। যেখানে O2C ব্যবসা থেকে RIL-এর উপার্জন বছরে 56 শতাংশ বেড়েছে এবং Ebitda থেকে বছরে উপার্জন বেড়েছে 38 শতাংশ। সব মিলিয়ে RIL থেকে উপার্জন বহু শতাংশ বেড়েছে।

জানিয়ে রাখি, জামনগরে অবস্থিত দুটি শোধনাগার কোম্পানি প্রতিদিন 1.4 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল শোধন করতে পারে। মুকেশ আম্বানি মালিকাধীন ‘গ্রুপ রিলান্স ইন্ডাস্ট্রি’ অন্যান্য সরকারি খাতের সংস্থা গুলির মতো ছাড়ে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনছে। রাশিয়া হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম খনিজ তেল রপ্তানিকারক দেশ। প্রথমে ভারত রাশিয়া থেকে অল্প শতাংশ তেল আমদানি করলেও বর্তমানে রাশিয়া থেকে তেল আমদানির হার বেড়েছে।