এই নোটে লেখা নেই ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’, কিন্তু কেন? জানুন বিস্তারিত

ভারতে হোক বা যে কোন দেশে কোন কিছু বিনিময়ের জন্য অর্থের ব্যবহার করা হয়। ভারতের ক্ষেত্রে সেই অর্থকে ‘রুপি’ বলা হয়ে থাকে। তবে ভালো করে লক্ষ করলে দেখবেন, ভারতীয় মুদ্রায় সবসময়ই ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ (Reserve Bank of India) এই কথাটি লেখা থাকে। কারণ, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ ভারতীয় ধাতব মুদ্রা থেকে শুরু করে কাগজের নোট সবকিছুই পরিচালনা করে।

এখানেই শেষ নয়, শুধুমাত্র ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ই নয়, ভারতীয় মুদ্রার নোটে গভর্নরের স্বাক্ষরও থাকে। যা দেখে খুব ভালো করে বোঝা যায় নোটটি আসল। তবে এমনও কিছু নোট রয়েছে, যেখানে এই ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ কথাটি লেখা নেই।

img 20230415 002227

শুনতে অবাক লাগলেও, যদি আপনার কাছে ১ টাকার কোন নোট থেকে থাকে, তাহলে এখনই বের করে একবার মিলিয়ে নিন। আজকের দিনে ১ টাকার নোট খুব একটা ব্যবহার না হলেও, যদি আপনার কাছে থেকে থাকে তাহলে তা অবশ্যই একবার মিলিয়ে দেখে নেবেন।

শুধু তাই নয়, ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ লেখা না থাকার সঙ্গে সঙ্গে ১ টাকার নোটে নেই গভর্নরের স্বাক্ষরও। এর পেছনে একটি কারণ রয়েছে।

আসল বিষয় হল, ১৯১৭ সালে ব্রিটিশ শাসনামলে ছাপানো হয়েছিল ১ টাকার নোট। সেই সময় ১ টাকার ণোটে পঞ্চম জর্জের ছবি ছাপানো হয়েছিল। এরপর ১৯২৬ সালে সেই নোট ছাপানো বন্ধ হয়ে গেলেও, আবার ১৯৪০ সালে পুনরায় ১ টাকার নোট ছাপানো শুরু হয়। এরপর কিছু কারণে স্বাধীনতার পর ১৯৯৪ সালে এই ১ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে যায়।

img 20230415 002406

তবে প্রথম যখন ১ টাকার নোট ছাপানো হয়েছিল, অর্থাৎ ১৯১৭ সালে তখন রিজার্ভ ব্যাঙ্ক গড়ে ওঠেনি। সেই কারণে আজও ১ টাকার নোটে ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া’ কথাটি লেখা নেই। তবে ব্রিটিশ শাসনকালে ভারতে এই নোট তৈরি হওয়ার কারণে এখানে ‘গর্ভমেন্ট অফ ইন্ডিয়া’ কথাটি লেখা রয়েছে।