মাটির ৩০ মিটার নীচে রয়েছে দেশের প্রথম রেল স্টেশন! যাত্রী পরিষেবা শুরু হবে খুব শীঘ্রই

ভারতীয় রেল (indian railway) হল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। এই পথ ধরেই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিজের গন্তব্যে পৌঁছে যাচ্ছেন। সেরকমই রেল কর্তৃপক্ষও যাত্রীদের সুবিধার কথা ভেবে প্রতিদিনই নতুন নতুন কিছু নিয়ম বের করে চলেছে। তবে ট্রেনে চড়লেও, রেলের বিষয়ে এমন কিছু অবাককর ঘটনা রয়েছে, যা অনেকেরই অজানা। প্রতিদিন ট্রেন কিংবা মেট্রোতে চড়লেও, এই পরিষেবার বিষয়ে অনেক বিষয়ই অনেকের অজানা রয়ে গিয়েছে।

যেমন এই রেলপথেই এমন কিছু স্টেশন রয়েছে, যার কোন নাম নেই। সেরকমই আবার এমন অনেক রেল স্টেশন রয়েছে, যেখানে সন্ধ্যের পর আর কোন ট্রেন দাঁড়ায় না। তেমনই এই ভারতের মধ্যেই যেমন সবথেকে উঁচু রেলস্টেশন রয়েছে, অন্যদিকে রয়েছে আবার সবথেকে গভীরতম রেলস্টেশনও।

img 20230415 001353

দেশের সর্বোচ্চ রেলস্টেশন দার্জিলিংয়ের ঘুম (Ghum railway station), এটা অনেকেরই জানা। এই রেল স্টেশন সমুদ্রপৃষ্ঠ থেকে ২২৫৮ মিটার উচ্চতায় অবস্থিত। তেমনই জানেন কি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০ মিটার গভীরেও রয়েছে একটি রেলস্টেশন!

img 20230415 001339

এটি হল হাওড়া ময়দান মেট্রো রেল স্টেশন (Howrah Maidan Metro Railway station), যা চলবে গঙ্গা নদীর নীচ দিয়ে। এই প্রথম ভারতে এমন কোন ট্রেন চলাচল করবে, যা কিনা দৌড়াবে মাটির নীচ দিয়ে। তবে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের আওতায় এই লাইনের কাজ সবে মাত্র শেষ করে ট্রায়াল রান খুব ভালো ভাবেই সম্পন্ন হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই গঙ্গার নীচের এই মেট্রোতে চলাচল করতে পারবেন যাত্রীরাও।