নিশ্চিন্তে টাকা রাখা যাবে এই তিন ব্যাঙ্কে, সবথেকে সুরক্ষিত তিন ব্যাঙ্কের নাম ঘোষণা করল RBI

প্রতিটি মানুষেরই চিন্তা থাকে, তাঁর উপার্জিত অর্থ সঠিক ভাবে ঠিক কোথায় গচ্ছিত রাখবেন। যাতে করে সেই অর্থ সুরক্ষিত থাকার পাশাপাশি গ্রাহক পেতে থাকবেন মোটা অঙ্কের সুদও। সেক্ষেত্রে উপার্জিত অর্থ গচ্ছিত রাখতে সর্বদাই ব্যাঙ্ক, পোস্ট অফিসের উপর ভরসা করে থাকেন মানুষজন।

সেক্ষেত্রে সর্বাধিক বেশি বিশ্বাসযোগ্য বলে কোন ব্যাঙ্ককে গণ্য করা হবে, তা নিয়ে অনেক সমস্যা দেখা দেয় জনগণের মধ্যে। এবার এই সমস্যার সমাধান করে দিল রিজার্ভ ব্যাঙ্ক (reserve bank)। একটি তালিকা প্রকাশ করে সর্বাধিক বিশ্বাসযোগ্য অর্থাৎ নিরাপদ ব্যাঙ্কগুলোর নাম জানিয়ে দিল।

img 20230414 121803

মানুষজন সর্বদাই নিজেদের কষ্ট করে উপার্জিত অর্থ এমন একটি নিরাপদ স্থানে রাখতে চায়, যাতে সময়মত সে তাঁর অর্থ সুদ সমেত ফেরত পায়। কোনভাবেই নিজেদের উপার্জিত অর্থ হারাতে চায় না কেউই। তাই কোন বড় ব্যাঙ্ক যদি কোন কারণে বন্ধ হয়ে যায়, তাহলে গ্রাহকদের সঙ্গে সঙ্গে সমস্যার পড়ে দেশের অর্থনীতিও।

তাই এবার রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এমন কিছু ব্যাঙ্কের তালিকা প্রকাশ করা হল, যখানে আপনি আপনার উপার্ছিত অর্থ চোখ বন্ধ করে গচ্ছিত রাখতে পারবেন। যেখান থেকে অর্থ লোকসান হওয়ার কোন সম্ভাবনা নেই। এই নিরাপদ ব্যাঙ্কগুলোর উপর নজর রাখে রিজার্ভ ব্যাঙ্ক, এমনটাও জানা গিয়েছে।

শুধুমাত্র কড়া নজরই নয়, সেইসঙ্গে রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলোকে কড়া নিয়মের মধ্যেও রাখে। এই ব্যাঙ্কগুলো আবার তাঁদের কিছুটা করে সম্পত্তি ‘টিয়ার-১ ইক্যুইটি’ হিসাবেও রেখে দেয়। এখানেই শেষ নয়, ব্যাঙ্কগুলির ব্যবসার হারের উপর ভিত্তি করে প্রতিবছর আগস্ট মাসে এই ব্যাঙ্কগুলোকে রেটিং- দেয় রিজার্ভ ব্যাঙ্ক।

img 20230414 121747

এখনও অবধি এই তালিকায় তিনটি ব্যাঙ্কের নাম ঘোষণা করা হয়েছে। আর ভালো ভাবে লক্ষ্য রাখা হচ্ছে যাতে কোনভাবেই ডুবে না যায় এই ব্যাঙ্কগুলো। এবার জেনে নিন রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে নিরাপদ ব্যাঙ্ক হিসাবে চিহ্নিতকারী ব্যাঙ্কগুলো হল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (State Bank of India), এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank) এবং আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)। এখানে আপনি আপনার কষ্ট করে উপার্জিত অর্থ চোখ বন্ধ করে বিশ্বাস করে রাখতে পারবেন।