দীঘা যাওয়া এখন আরও সহজ, মাত্র ১৫০ টাকাতেই পৌঁছে যাবেন সমুদ্রপাড়ে

চড়ছে তাপমাত্রার পারদ, বাড়ছে গরম। এই সময় কর্মস্থানে যেতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে মানুষজনের। একটু বৃষ্টির অপেক্ষায় চাতকের মত সকলে চেয়ে রয়েছে আকাশের দিকে। কিন্তু কালো মেঘের বদলে দেখা যাচ্ছে শুধুই কাঠফাটানো রোদের ঝালকানি।

এই সময় অনেকেই দুদিনের ছুটি নিয়ে এই প্রবল তাপদাহের হাত থেকে রেহাই পেতে ছুটে যাচ্ছেন কোন পাহাড় কিংবা কোন সমুদ্রে। তবে হাতে অল্পদিনের সময় থাকলে সেক্ষেত্রে অনেকেই দীঘায় (digha) গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পছন্দ করেন।

img 20230413 134133

সেই কারণেই পর্যটকদের কথা মাথায় রেখে মাত্র ১৫০ টাকাতেই দীঘায় পৌঁছে যাওয়ার ব্যবস্থা করা হল। কলকাতা-সহ উত্তর ২৪ পরগনার জেলাবাসীদের জন্য নিউব্যারাকপুর (new barrackpore) থেকে দীঘার বাস পরিষেবা আবারও নতুন করে চালু করা হল। যার ফলে খুব কম খরচায় দীঘা যেতে পারবেন পর্যটকরা।

পুরপ্রধান প্রবীর সাহার হাত দিয়ে নিউব্যারাকপুর পুরসভা উদ্যোগে এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বেলঘরিয়া ডিপোর সহযোগিতায় নতুন করে এই পরিষেবার শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। ২০১৮ সালে এই বাস পরিষেবা চালু হলেও, মাঝে করোনাকালে বন্ধ হয়ে গিয়েছিল এই পরিষেবা। তারপর অনেক ঝঞ্ঝাট পেরিয়ে আধিকারিকদের সহযোগিতায় আবারও চালু হল এই বাস পরিষেবা।

img 20230413 134156

প্রতিদিন সকাল ৬ টা বেজে ৪৫ মিনিটে নিউ বারাকপুর থানা সংলগ্ন কৃষ্টি হলের সামনে থেকে এই বাস ছেড়ে ডানলপ হয়ে নন্দকুমার হয়ে দীঘা পৌঁছাবে বলে জানা গিয়েছে। আবার ফেরার সময় অর্থাৎ দুপুর ২ টোর সময় দীঘা থেকে নিউ ব্যারাকপুরের উদ্দ্যেশ্যে যাত্রা শুরু করবে।

পর্যটকদের কথা চিন্তা করে প্রতিদিনই এই বাস চালানো হবে বলে জানা গিয়েছে। যার ফলে বেশ খুশিতেই রয়েছেন এলাকাবাসীরা। তবে প্রায় ১৯৫ কিমি রাস্তার বাসের ভাড়া রাখা হয়েছে মাত্র ১৫০ টাকা। যাতে করে সবধরনের মানুষ এই বাসে করে দীঘায় ঘুরতে যেতে পারেন।