জানুন ৮০-৯০ দশকে পর্দা কাঁপানো বলি অভিনেত্রী রাখি কত কোটি টাকার সম্পত্তির মালকিন

বলিউড অভিনেত্রী রাখির সম্পত্তি

৭০-৮০ দশকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী(Famous Bollywood Actress) ছিলেন রাখি গুলজার(Rakhee Guljar)। তিনি সেসময় বলিউডের বহু জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন। তাঁর ছবি সেসময় দর্শকরা খুব পছন্দ করতেন। তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আজকের প্রতিবেদনে তাঁর ব্যাপারে জেনে নিন।

Rakhee Guljar

অভিনেত্রী গুলজার পশ্চিমবঙ্গের রানাঘাটে ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট জন্মগ্রহণ করেন। গতকাল অভিনেত্রীর 75 তম জন্মবার্ষিকী( 75th Birthceremony) উদযাপন করা হল। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে এই প্রতিবেদনে আজ আপনাদের তাঁর সম্পর্কে জানাবো। অভিনেত্রীর অভিনয় সকলেরই জানা থাকলেও, তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে অনেকেই জানেন না।

অভিনেত্রী রাখি গুলজারের সম্পর্কে কিছু অজানা তথ্য

Actress Rakhee

অভিনেত্রী রাখি গুলজার বাংলা ছবি ‘বধূবরণ'(Badhu Baran) দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। মাত্র ২০ বছর বয়সে তিনি সিনেমা জগতের সঙ্গে যুক্ত হয়ে যান। ১৯৬৭ সালে মুক্তি বাংলা ছবিতে তাঁর অভিনয় দর্শকদের দারুন পছন্দ হয় এবং তিনি সকলের কাছে অনেক প্রশংসিত হন। এরপরই তিনি বিভিন্ন ফিল্মের অফার পেতে শুরু করেন। এর সূত্র ধরেই ১৯৭০ সালে রাজশ্রী প্রোডাকশনের অধীনে নির্মিত ‘জীবন মৃত্যু’ চলচ্চিত্রের মধ্যে দিয়ে তিনি বলিউডে পা রাখেন। এই ছবিতে মুখ্য অভিনেতা হিসেবে অভিনেতা ধর্মেন্দ্রকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তিনি ৭০-৮০ দশকের বহু জনপ্রিয় বলিউড অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন। ১৯৭১ সালে শশী কাপুরের বিপরীতে ‘শর্মিলি'(Sharmilee) ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তাঁর ঝুঁলিতে রয়েছে বহু হিট সিনেমা। ‘লাল পাথর'(Lal Patthar), ‘পারসের'(Paaras) মতো ছবিতে তাঁর অভিনয় দক্ষতা ফুঁটে উঠেছে।

রাখি গুলজারের ব্যক্তিগত জীবন

অভিনেত্রী রাখি গুলজার ১৯৬৩ সালে বিখ্যাত বাঙালি সাংবাদিক ও চলচ্চিত্র প্রযোজক অজয় ​​বিশ্বাসকে বিয়ে করেছিলেন। তবে তাঁদের সেই বিয়ে বেশি দিন টেকেনি। বিয়ের মাত্র দুই বছরের মধ্যে তাঁদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ ঘটে। তিনি ১৯৭৩ সালে দ্বিতীয় বারের মতো বিয়ে করেন চলচ্চিত্র পরিচালক, কবি ও গীতিকার গুলজারকে(Guljar)। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে নাম মেঘনা (Meghna)। মেঘনার বয়স যখন এক বছর, তখন এই দম্পতি আলাদা থাকতে শুরু করেন।

Rakhee Guljar family

মেঘনা গুলজার বর্তমানে বলিউডের একজন পরিচালক। যিনি ‘ফিলহাল’, ‘দশ কাহানিয়ান’ ছবির পরিচালনা করেছেন। অভিনেত্রী রাখি গুলজার প্রায় ১৭০ কোটি টাকার মালিক। মুম্বাইয়ের সরোজিনী নাইডু রোডে ‘মুক্তাঙ্গন'(Muktangan) নামে একটি বাংলো বাড়ি ছিল অভিনেত্রীর। তবে পরে এটি বিক্রি করে দেন এবং মুম্বাইয়ের পানভেল খামারবাড়িতে থাকেন।