দেশে চূড়ান্ত ফ্লপ, অথচ বিদেশে জয়জয়কার! লাল সিং চাড্ডার প্রশংসায় মাতলেন অস্কার কর্তৃপক্ষ

লাল সিং চাড্ডা দেশে ফ্লপ হলেও বিদেশে প্রশংসিত

বহু চর্চার পর আমিরের ‘লাল সিং চাড্ডা’ (Laal sing chaddha) ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। ছবিটি থেকে এমন ফল মোটেও আশা করেনি ছবি নির্মাতারা। এদিক দিয়ে বলিউড বিশেষজ্ঞরা মনে করছেন আমির খান ও করিনা কাপুরের বিতর্কিত মন্তব্যই মূল কারণ। তার জন্য বয়কটের দাবী জোরালো ছিল এবং তা আজও অব্যাহত।

Laal sing chaddha and forest gump

এ ছবির গল্প নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানান জল্পনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি যারা এই ছবিটি দেখেছেন তাদের কাছ থেকে শোনা যাচ্ছে, ছবিটিতে সৈনিকদের সম্মানহানি করেছেন আমির এবং অদ্বৈত চন্দন। এমনিতেই ছবিটি বক্স অফিসে তেমন ভিড় টানতে না পারায় একের পর এক অনেক সিনেমা হল বন্ধ করে দিয়েছে এই শো।

 

আমিরের এই ছবিটি যাতে পুরোপুরি নিখুঁত ভাবে তৈরি হয় সেই দিকে নজর রেখেছিল ছবি নির্মাতারা। এই ছবির জন্য বহু লোক পরিশ্রম করেছে প্রায় ২০০ দিন চলেছে এই ছবির শুটিং। তবে দেশে এই ছবি ছিঃ ছিঃ হলেও বিদেশে বেশ খ্যাতি অর্জন করেছে।

Laal sing chaddha and forest gump

হ্যাঁ আমিরের লাল সিং চাড্ডা ছবি নাকি অস্কার কর্তৃপক্ষের প্রশংসা পেয়েছে। দ্য অ্যাকাডেমি সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল থেকে বলা হচ্ছে, Robert Zemeckis ও Eric roht এদের দুর্দান্ত গল্প ফুটিয়ে তুলেছে Advait Chandan এবং Atul Kulkarni। আর প্রধান ভূমিকা অর্থাৎ Tom Hanks এর ভূমিকায় অভিনয় করেছেন Amir khan।

 

আমরা আপনাকে বলি, আমির খানের এই ছবিটি টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ (Forest Gump) হলিউড ছবির অংশ কপি। যেখানে ‘ফরেস্ট গাম্প’ ছবিটি ১৩ টি অস্কার জিতেছিলেন। সম্প্রতি অস্কার কর্তৃপক্ষের তরফ থেকে ‘ফরেস্ট গাম্প’ ও ‘লাল সিং চাড্ডা’ ছবির দৃশ্য মিক্স করে একটি ভিডিও শেয়ার করেছে। যেখানে টম হ্যাঙ্কস ও আমির খানের কিছু একই প্রকার দৃশ্য দেখা যাচ্ছে।

এখন যদিও এই ছবি শুধু বয়কট নয় একেবারেই বন্ধ করে দেয়ার কথা উঠছে। গত শুক্রবার আমির খান ও অদ্বৈত চন্দন সহ বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করেছে, বিনীত জিন্দাল নামে এক ব্যক্তি দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয়ের কাছে। বিনীত জিন্দাল অভিযোগ পত্রে ছবির এক গল্প তুলে ধরে লেখেন, “ছবিতে দেখানো হয়েছে মানসিক অবসাদগ্রস্ত এক ব্যক্তি ভারতীয় সেনায় যোগদান করেন এবং তিনি কারগিল যুদ্ধে লড়াই করছেন। কারগিল যুদ্ধের আগে সেনাদের যে ভালো করে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তা স্বীকৃতি সত্য, কিন্তু সেটা এই ছবিতে দেখানো হয়নি”।