গিরগিটির মতো রং পরিবর্তন করে এই বিষাক্ত মাছ, কাউকে একবার কামড় দিলেই ঘটে এমন

গিরগিটির মতো রং পরিবর্তন করে এই বিষাক্ত মাছ

অনেকেই পছন্দের খাদ্য মাছ (Fish)। বিশ্বের বহু দেশের বহু মানুষ তাদের প্রধান খাদ্য হিসেবে মাছ খেয়ে থাকে। এই বিশ্বে যে কত প্রকারের মাছ রয়েছে, আর তাদের নামই বা কি তা হয়তো আমরা অনেকেই জানিনা। রঙিন মাছের কথা অনেকেই শুনেছেন। তবে অনেকেই জানিনা যে, মাছ রংও পরিবর্তন করতে পারে। মানুষ এতদিন জানতো যে গিরগিটি রং পরিবর্তন করতে পারে। তবে আজ আপনাদের এমন এক মাছের সঙ্গে পরিচয় করিয়ে দেবো যে মাছ খুবই বিষাক্ত (Poisonous Fish)। বিশেষ বিষয় হল মাছটি গিরগিটির মতো রং বদলাতে পারে। চলুন বিস্তারিত জেনে নিন।

Poisonous

আজ কথা বলতো স্করপিয়ন ফিশ (Scorpion Fish) নামক এক প্রজাতির মাছ সম্পর্কে। যে মাছ গভীর সমুদ্রে পাওয়া যায়। রি মাছ গিরগিটির মতো মিনিটে মিনিটে রং পরিবর্তন করতে সক্ষম। অনেকেই বিষয়টি শুনে অবাক হলেও, এটা সত্যি। পৃথিবীতে অনেক ধরণের মাছ রয়েছে। যার মধ্যে অনেক মাছখাদ্য হিসেবে গ্রহণ করা হয়। অনেক মাছ আবার বাড়িতে অ্যাকোয়ারিয়াম এর মধ্যে সাজিয়ে রাখা হয়। কিন্তু পৃথিবীতে এমনও মাছ রয়েছে, যা আপনাকে বিপদে ফেলতে পারে। যেমন স্করপিয়ন ফিশ নামক এই মাছটি।

স্করপিয়ন মাছটির বৈজ্ঞানিক নাম স্কোরপিনস্পিসিস নেগলেক্ট (Scorpinospisis neglecta)। যা প্রধানত বিষাক্ত মাছের প্রজাতির মধ্যে পড়ে। এই মাছ গভীর সমুদ্রে দেখতে পাওয়া যায়। প্রধানত ভারত মহাসাগর (Indian Ocean) এবং প্রশান্ত মহাসাগরে (Pacific Ocean) এই মাছের দেখা মেলে। মাছটির শরীরে বিষাক্ত স্টিং (Scorpion Fish Sting) থাকে। ওই স্টিং যদি কারো শরীরে প্রবেশ করে তবে সেই ব্যক্তি পঙ্গু হতে পারে। এমনকি মারাও যেতে পারে।

Scorpinospisis

বিরল প্রজাতির এই মাছটির বিশেষ বৈশিষ্ট্য হলো এরা সহজেই নিদেজের রং পরিবর্তন করতে পারে। শিকার করার সময় এবং শিকারিদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য তারা রং পরিবর্তন করে থাকে। মান্নার উপসাগরের সেন্ট্রাল মেরিন ফিশারিজ ইনস্টিটিউটের (CMFRI) বিজ্ঞানীরা ২০২০ সালে ভারত মহাসাগর থেকে এই মাছটির সন্ধান পেয়েছিল। বিজ্ঞানীরা মাছটিকে সামুদ্রিক ঘাসের মধ্যে লুকিয়ে থাকতে দেখেছিল। যখন তার গায়ের রং ছিল সবুজ। বিজ্ঞানীরা এটাও লক্ষ করেন যে যখন মাছটি ঘাস থেকে বেরিয়ে আসে, তখন সে তার রং পরিবর্তন করে নেয়।

Fish