সামান্য অর্থ বিনিয়োগ করে ফেলুন এই স্কিমটি, সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার জন্য মিলবে মোটা টাকা

সামান্য অর্থ বিনিয়োগ করে ফেলুন এই স্কিমটি

বেশিরভাগ মানুষ ভবিষৎতের কথা ভেবে সঞ্চয় (Savings) করে থাকেন। এর জন্য তারা নিরাপদ স্থান হিসাবে বেছে নেয় ব্যাংক (Bank) কিংবা পোস্ট অফিসকে (Post Office)। বর্তমানে পোস্ট অফিস সাধারণ গ্রাহকদের জন্য দুর্দান্ত সব স্কীম নিয়ে আসছে। যা আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করবে। আপনি যদি টাকা সঞ্চয়ের কথা ভাবেন তাহলে পোস্ট অফিস হবে আপনার জন্য উপযুক্ত। কেননা ভারতীয় পোস্ট অফিস নিয়ে এলো এক দুর্দান্ত স্কীম (Post Office Savings Scheme)। যা আপনার দ্বিগুন করে ফিরিয়ে দেবে। চলুন বিস্তারিত জেনে নিন।

indian post,,

পোস্ট অফিস সাধারণ মানুষের জন্য এক নিরাপদ স্কীম চালু করেছে। প্রসঙ্গত বর্তমান সময়ে মানুষ ব্যাংকের উপরও ভরসা হারিয়ে ফেলছে। এদিকে এলআইসি নিয়েও মানুষের মনে ভয় সঞ্চয় হয়েছে। সেদিক থেকে অনেকেই এখন পোস্ট অফিসের নানা স্কীমের দিকে ঝুঁকছেন। পোস্ট অফিসে বিনিয়োগে কোনো ঝুঁকি নেই। আপনার সঞ্চিত অর্থ এখানে খুবই সুরক্ষিত থাকবে। এমনকি প্রতি মাসে অর্থ বিনিয়োগ করে আপনি সুদও পাবেন।

সম্প্রতি পোস্ট অফিসে যে লাভজনক (Profitable) স্কীমটি চালু করা হয়েছে, সেখানে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা জমা করতে পারবেন। এই সঞ্চয়ে আপনাকে ৬.৬ শতাংশ হারে সুদ দেওয়া হবে। যে কোনো ভারতীয় নাগরিক এই স্কীমটি করতে পারবে। শুধু মাত্র ১০ বছরের ঊর্ধ্বে বয়স হলেই হবে। তবে ১০ বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে বাবা অথবা মা এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

indian post payment

এবার ধরুন এই স্কীম আপনি ২ লক্ষ টাকা জমা করেছেন ৫ বছরের মেয়াদে। সে ক্ষেত্রে আপনি প্রতি মাসে ১১০০ টাকা করে সুদ পাবেন। অর্থাৎ ৫ বছর পর জমানো ২ লক্ষ টাকার সঙ্গে সুদ হিসাবে ৬৬ হাজার টাকা অতিরিক্ত পাবেন। কোনো একজন ব্যক্তি চাইলে এই অ্যাকাউন্ট খুলতে পারবে। আবার যৌথ ভাবেও এই অ্যাকাউন্ট খোলা যাবে। প্রতি মাসে ১১০০ টাকা সুদ পেলে আপনার সন্তানদের পড়াশোনার খরচ এই অর্থ থেকেই করা সম্ভব হবে। তাই পোস্ট অফিসের এই স্কিমটি করতে আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী পোস্ট অফিসে।