কলকাতার উপর ভরসার দিন শেষ, এবার দুর্গাপুর থেকেই আকাশপথে যাওয়া যাবে এই দুই জায়গায়

পশ্চিমবঙ্গের একাধিক এয়ারপোর্টের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট (Netaji Subhas Chandra Bose International Airport)র আলাদাই একটা গুরুত্ব রয়েছে। তবে এছাড়াও রয়েছে আরও একটি এয়ারপোর্ট, দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট (Kazi Nazrul Islam Airport)। বর্তমান দিনে এই এয়ারপোর্টেরও গুরুত্ব সমানভাবে বাড়তে শুরু করেছে।

শেষ এক বছরের রিপোর্ট বলছে, দিনকে দিন যে গুরুত্ব আরও বৃদ্ধি পাচ্ছে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টের (Kazi Nazrul Islam Airport)। দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলির সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ সম্পন্ন করেছে এই দুর্গাপুরের এয়ারপোর্ট।

img 20230402 000932

তবে এবার এক নতুন রাজ্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চলেছে এই দুর্গাপুর এয়ারপোর্ট। সবকিছু ঠিকঠাক থাকলে দুর্গাপুর বিমানবন্দর থেকে আগামী ৩০ শে মে থেকে পাটনার উদ্দেশ্যে রওনা দেবে বিমান। এর পাশাপাশি রাজস্থানে বিমান পরিষেবাও দেওয়া হবে এই দুর্গাপুর থেকেই।

নতুন এই রুটের বিমান পরিষেবার বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমদিকে এই নতুন রুটে বিমান পরিষেবার দায়িত্ব নিচ্ছে ইন্ডিগো। রাজস্থানের জয়পুর থেকে অন্ডাল হয়ে বিমানটি পাটনায় পৌঁছাবে। এরপর এখানে ৩০ মিনিটের বিরতি নিয়ে আবারও অন্ডালের পথে যাত্রা করবে বিমান।

img 20230402 000918

অন্যদিকে অন্ডাল থেকে জয়পুরগামী বিমানটি পাটনায় বিরতি নিয়ে সেখান থেকে জয়পুরের উদ্দেশ্যে রওনা দেবে। এক্ষেত্রে অন্ডাল থেকে জয়পুর যেতে বিমানের সময় লাগবে মোট ৩ ঘন্টা ৫০ মিনিট। জানা গিয়েছে, আগামী ৩০ শে মে থেকেই শুরু হবে এই মিবান পরিষেবা।

দুপুর ১২ টায় জয়পুর থেকে যাত্রা শুরু করে পাটনায় পৌঁছাবে দুপুর ১ টা বেজে ৪০ মিনিট। তারপর সেখানে ৩০ মিনিটের বিরতি নিয়ে দুপুরে ২১ টা বেজে ১৫ মিনিটে অন্ডালের উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটে অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে পৌছাবে বিমান।

img 20230402 000905

আবার অন্ডাল থেকে বিকেল ৪ টের সময় রওনা দিয়ে বিকেল ৫ টা বেজে ২৫ মিনিটে পাটনা পৌঁছানোর পর ৩০ মিনিটের বিরতি নিয়ে আবার বিকেল ৫ টা বেজে ৫৫ মিনিটে যাত্রা শুরু করে জয়পুর পৌঁছাবে সন্ধ্যা ৭ টা বেজে ৫০ মিনিটে।