যেতে হবে না অন্য কোথাও এখন ঘরেই বসে বানান পাসপোর্ট, মাত্র কয়েক মিনিটে করে ফেলুন আবেদন

ঘরেই বসে বানান পাসপোর্ট

অনেকেই কাজের সূত্রে বিদেশে গিয়ে থাকেন। এছাড়া ভ্রমণ পিপাসু মানুষ মাঝে মধ্যেই সময় পেলে বিদেশে ভ্রমণে বেরিয়ে পড়েন। তবে বিদেশে যাওয়ার জন্য যেটি প্রথম থাকতে হবে সেটি হলো পাসপোর্ট (Passport)। আন্তর্জাতিক ভ্রমণের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ছাড়া কোনো ব্যক্তিই বিদেশে যেতে পারবেন না। যদি পাসপোর্ট ছাড়া কোনো ব্যক্তি বিদেশে চলেও যান তা হবে আইনত অপরাধ এবং তাঁর জন্য ওই ব্যক্তিকে জেলেও যেতে হতে পারে।

Passport

যে কোনো দেশের পাসপোর্ট ওই দেশের সরকার দ্বারা অনুমোদিত হয়। এই বিদেশে যাওয়ার জন্য এক প্রকাশ সরকারি নথি। তবে পাসপোর্ট খুব সহজে পাওয়া যায়না। এর জন্য রয়েছে এক দীর্ঘ প্রক্রিয়া। এতদিন পাসপোর্ট বানানোর জন্য কোনো ব্যক্তিকে অনেক ঝামেলার পড়তে পড়তে হতো। ছুটতে হতো অফিসে বা এজেন্টের কাছে। তবে এখন আর সেই সমস্যায় পড়তে হবে না। আপনি বাড়িতে বসেই পাসপোর্টের আবেদন (Passport Online Application) করতে পারবেন। কিভাবে? চলুন বিস্তারিত জেনে নিন।

পাসপোর্টে আবেদন করার জন্য এখন পাসপোর্ট সেবা কেন্দ্র (Passport Seva Kendra) বা পাসপোর্ট রিজিওনাল অফিসে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসেই অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে https://www.passportindia.gov.in/ এই অফিসিয়াল ওয়েব সাইটে (Official Website) যেতে হবে। এখানে গিয়ে কিছু প্রয়োজনীয় পরিচয় পবিত্র আপনাকে জমা করতে হবে। অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য আপনাকে সময় দেওয়া হবে এবং ঐ নির্দিষ্ট সময়ে গিয়ে অফিসে গিয়ে ভেরিফিকেশন করতে হবে।

Passport 1

প্রথমে আপনাকে ওই ওয়েবসাইটে গিয়ে নিজের ঠিকানা, মোবাইল নম্বর, সঠিক জন্ম তারিখ এবং ই-মেইল আইডি পূরণ করতে হবে। এরপর আপনাকে নিকটবর্তী পাসপোর্ট অফিসের ডিটেলস দিতে হবে। এরপরই পাসপোর্ট সেবা বিকল্প ক্লিক করুন। এরপর Click Here To Fill অপশনে ক্লিক করে সব তথ্য দিতে হবে। এরপর সাবমিট বটনে ক্লিক করে সাবমিট করতে হবে। এরপর আপনাকে একটি ডেট দেওয়া হবে। সেই ডেটে নির্দিষ্ট অফিসে গিয়ে ভেরিফিকেশন করিয়ে আনতে হবে। সব সম্পূর্ন হলে বাড়িতে বসেই পেয়ে যাবেন পাসপোর্ট।