সিনেমা হলে চূড়ান্ত ফ্লপ অথচ OTT প্লাটফর্মে সুপার ডুপার হিট ৪ টি সিনেমা

OTT প্লাটফর্মে সুপার ডুপার হিট ৪ টি সিনেমা

নির্মাতারা ছবি গুলি নির্মাণ করার সময় মাথায় রাখেন ছবির প্রত্যেকটি বিষয়গুলির উপর। কেননা প্রত্যেকটি ছবি ব্যাবসার সঙ্গে জড়িত। ছবি ভালো না হলে ব্যবসায়ও খারাপ করবে। এই সব নানা দিক ভেবেই তৈরি করা হয় একটি ছবি। তারপরও এমন অনেক ছবি রয়েছে যেগুলি ভালো ব্যাবসা করতে পারে না। ফ্লপ প্রমাণিত হয়। কিন্তু আজ এমন কয়েকটি ছবির কথা বলবো যে ছবিগুলি সিনেমাহলে ভালো ফল না করলেও, ওটিটিতে ফল ভালো করেছে (Theater Flop but OTT Hit Flims) । আর এই তালিকায় রয়েছে :

১) লাল সিং চাড্ডা (Lal Singh Chadda):

Lal Singh chadda

গত বছর মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ছবি লাল সিং চাড্ডা। ছবিটি নিয়ে অনেক আশাবাদী ছিলেন নির্মাতা সহ অভিনেতা। তবে মুক্তির পর দারুণ ভাবে ফ্লপ প্রমাণিত হয় ছবিটি। কিন্তু ছবিটি পরে ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে সম্প্রচারিত হয়। সে সময় ছবিটি সেরা দশ এ জায়গা করে নিয়েছিল।

২) থাপ্পাড (Thappad) :

Thappad

গত বছরই মুক্তি পেয়েছিল ‘থাপ্পাড’ ছবিটি। এটিও বক্সঅফিসে ফ্লপ প্রমাণিত হয়েছিল। এই ছবির মুখ্য চরিত্রে ছিলেন তাপসী পান্নু। প্রেক্ষাগৃহে ছবিটি দর্শকদের টানতে অসফল থাকলেও, অ্যামাজন প্রাইমে মুক্তির পর ছবিটি ভালো ফল করেছিল।

৩) জার্সি (Jersey) :

Jersy

গত বছরের ২২শে এপ্রিল মুক্তি পেয়েছিল শহিদ কাপুর অভিনীত ছবি ‘জার্সি’। ছবিটি নিয়ে নির্মাতারা অনেক আশাবাদী ছিলেন। তবে সিনেমা হলে ভালো সাড়া ফেলতে পারেনি ছবিটি। কিন্তু একই ছবি নেটফ্লিক্সে মুক্তির পর ভালো ফলাফল করতে সক্ষম হয়েছিল।

৪) জয়েশভাই জোর্দার (Jayeshbhai Jordaar) :

Jayeshbhai jordar

গত বছরে মুক্তি প্রাপ্ত আরেকটি ছবি হলো ‘জয়েশভাই জোর্দার’। মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রণবীর সিংকে। ৯০ কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবি ভালো ফল করতে না পারলেও, অ্যামাজন প্রাইমে মুক্তির পর ভালো ফল করেছিল।