দর্শকদের চোখে ধুলো দিয়ে ২২০০ কোটি টাকা আয় করা আমির খানের সিনেমাতেও ছিল বড় ভুল! ৬ বছর পর প্রকাশ্যে আসতেই…

দর্শকদের চোখে ধুলো দিয়ে ২২০০ কোটি টাকা আয়

বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা আমির খানের (Amir Khan) অন্যতম হিট ছবি হলো ‘দঙ্গল’ (Dangal)। ছবিটির প্রতিটি দৃশ্য ও ডায়লগ আজও মানুষের মনে থেকে গেছে। ছবি মুক্তির পর কেটে গেছে ৬টি বছর। তবে এই ছবিতে একটি বড় ভুল ছিল, যা অনেকের চোখ এড়িয়ে গিয়েছে। ৬ বছর পর এই ভুল সামনে এলো। চলুন বিস্তারিত জেনে নিন।

Dangal movie

আসলে ‘দঙ্গল’ ছবির পোস্টারে একটি বড় ভুল ছিল (Big Mistake In Dangal Postar)। এই ভুলটির কারণেই মানুষ ছবিটির প্রতি বেশি আকৃষ্ট হয়েছিল। ছবির পোস্টারের ফটো শুট করেছিল ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর। আর তিনি প্রায় ৬ বছর ছবির এই ভুল নিয়ে মুখ খুললেন। কি বললেন তিনি? চলুন বিস্তারিত জেনে নিন।

পোস্টারে কি ভুল ছিল তা জানার আগে পোস্টার সম্পর্কে একটু জেনে নিন। পোস্টারের মাঝে বসে ছিল মহাবীর ফোগাট তথা আমির খান। তাঁর দুই পাশে ছিল দুই মেয়ে গীতা ও ববিতা। যেখানে তাঁদের খুবই যুবতী লাগছিলো। পোস্টারে গীতা ও ববিতার ছেলেবার চরিত্রের ছবিও ছিল। অর্থাৎ মহাবীর ফোগাটকে ঘিরে ছিল তার দুই কন্যার দুই রূপ। কিন্তু এই বিষয়টি টেকনিক্যালি ভুল ছিল।

Movie

আসলে ফটোগ্রাফার অবিনাশ গোয়ারিকর জানিয়েছেন, পোস্টারে মহাবীরের চার কন্যাকে দেখানো কথা ছিল। তবে পোস্টারের যে এই ভুল ছিল তা এতোদিন কেও বুঝতে পারেনি। বোঝার কথাও নয়। কেননা পোস্টারটি খুবই ভালো ভাবে ফটোশুট করা হয়েছিল। প্রসঙ্গত, ‘দঙ্গল’ ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৬ সালের ২৩শে ডিসেম্বর। ছবিটি পরিচালনা করেছিলেন নীতীশ ভরদ্বাজ। ছবিটি বক্সঅফিসে প্রায় ২২০০ কোটি টাকার ব্যাবসা করেছিল।