দেশের প্রবীণ নাগরিকদের জন্য বড় উপহার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের, ভাড়া ছাড়ের পাশাপাশি এবার মিলবে একাধিক সুবিধাও

প্রবীণ নাগরিকদের জন্য বড় উপহার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের

ভারতের রেলওয়ে (Indian Railway) দেশের যাতায়াতের অন্যতম মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী রেলপথে যাতায়াত করে থাকেন। এই যাত্রীদের মধ্যে অনেক বয়স্ক যাত্রীও থাকেন। এই সমস্ত প্রবীণ যাত্রীদের কথা মাথায় রেখে রেলওয়ে কর্তৃপক্ষ সর্বদা নানা পদক্ষেপ নিয়ে থাকে। এবার এমনই এক দুর্দান্ত পদক্ষেপ নিল, যা প্রবীণ যাত্রীদের জন্য দারুণ খুশির খবর। চলুন বিস্তারিত জেনে নিন।

Train

ভারতীয় রেলওয়ে প্রবীণ যাত্রীদের জন্য সিনিয়র সিটিজেন ট্রেন টিকিটের (Senior Citizen Train Ticket) ব্যাবস্থা করছে। প্রতিদিন কয়েক হাজার ট্রেন চলে, যেখানে প্রবীণ যাত্রীরাও থাকেন। এর আগে আরো অনেক সুবিধা প্রবীণ যাত্রীদের জন্য নেওয়া হয়েছিল। এ বিষয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnaw) জানিয়েছেন যে, এই ব্যবস্থায় বয়স্ক যাত্রীরা অনেকটা সুবিধা পাবেন।

অশ্বিনী বৈষ্ণব এ প্রসঙ্গে আরো। বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানান যে, প্রবীণ যাত্রীদের জন্য ট্রেনে নির্দিষ্ট বার্থ রয়েছে। অন্যদিকে ৪৫ বছরের বেশি মহিলারা নীচের বার্থে বসতে পারবেন। গর্ভবতী মহিলারাদের ক্ষেত্রেও রয়েছে এই বিশেষ সুবিধা। জানিয়ে রাখি, স্লিপার ক্যাটাগরিতে ৬টি নিম্ন বার্থ বয়স্ক নাগরিক এবং ৪৫ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য সংরক্ষিত।

Senior Citizen

এছাড়া ট্রেনে প্রবীণ যাত্রীদের জন্য টিকিটের ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হয় (Indian Railways Ticket Concession)। প্রবীণ যাত্রী ছাড়াও দিব্যাঙ্গজন, ছাত্র এবং রোগীদের বিশেষ ছাড় থাকে ট্রেনে। এই অংশের অর্থ ভর্তুকি দেয় কেন্দ্র সরকার। গত ২০১৯-২০ সালে সরকার প্রায় ৫৯০০০ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। প্রসঙ্গত, মেল, এক্সপ্রেস, রাজধানী সহ সমস্ত ধরণের ট্রেনে ৬০ বছর বা তার বেশি বয়সের যাত্রীদের ৪০ শতাংশ ছাড় দেওয়া হয়। মহিলাদের ক্ষেত্রে ৫৮ বছরের ঊর্ধ্বে সকল মহিলা যাত্রীদের ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়।