নতুন নিয়ম চালু হল লোকাল ট্রেনের মহিলা কামড়ার জন্য! জারি রাত ৯’টার পর থেকে

ভারতবর্ষের (India) ইতিহাসে রেলের (Railway) গুরুত্ব অপরিসীম। ভারতীয় রেলকে গণপরিবহনের মেরুদন্ড হিসেবেও বিবেচনা করা হয়। রেল কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে অনেক রকম নিয়ম চালু করেছে। এবারও একটি নতুন নিয়ম রেল মন্ত্রকের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যা মহিলা যাত্রীদের জন্য বিশেষ উপকারী। লোকাল ট্রেনের মহিলা কামরা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রেল। রিপোর্ট অনুযায়ী, এবার লোকাল ট্রেনের সমস্ত লেডিস কামরায় GRP থাকবে রাত ৯’টার পর। মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই শহরতলীর ট্রেনগুলোতে জিআরপি মোতায়নের উদ্যোগ নিল রেলমন্ত্রক।

ঘোষণা অনুযায়ী, লোকাল ট্রেনের মহিলা কামরায় রাত ৯ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত উর্দি পড়া জিআরপিরা থাকবে নিরাপত্তা রক্ষী হিসেবে। দেশের জনপ্রিয় শহর মুম্বাইতে নেওয়া হল এমন ব্যবস্থা। রিপোর্টে প্রকাশ করা হয়েছে, স্বপ্ন নগরী মুম্বাইয়ের লোকাল ট্রেনে সাম্প্রতিক মহিলা যাত্রীদের যৌন হয়রানির ঘটনার কারণে রেলের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মাসে মুম্বাইয়ের চলন্ত লোকাল ট্রেনে দু-দুটি যৌন হেনস্তার খবর সামনে এসেছিল।

এই ঘটনায় অভিযুক্তদের পুলিশ গ্রেফতারও করেছিল। একই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই জন্যই মুম্বাইয়ের লোকাল ট্রেনের লেডিস কামরায় জিআরপি মোতায়নের ব্যবস্থা করা হয়েছে। এই বিষয়ে সম্পর্কে একজন সিনিয়র পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘মহিলাদের সন্মান রক্ষার্থে ও নিরাপত্তার জন্য প্রত্যেক মহিলা কামড়ায় রাত ৯’টা থেকে সকাল ৬ঃ০০ টা পর্যন্ত ইউনিফর্মধারী রেল পুলিশ মোতায়ন করা হবে’।

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, মহিলা যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ও কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য ৬৪০জন GRP ট্রেনে এবং ৬০০ জনের বেশি প্ল্যাটফর্মে রেলপুলিশ মোতায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেল দপ্তরের পক্ষ থেকে। এছাড়াও, যদি কোন মহিলা কামড়ায় নিরাপত্তা রক্ষী না থাকে তাহলে, হেল্পলাইন নম্বর – ১৫১২-এ যোগাযোগ করতে পারবেন যাত্রীরা।