নীতা আম্বানির অনুষ্ঠানে আলোচনার কারণ হয়ে উঠল রূপোর থালা, জেনে নিন কী কী পরিবেশন করা হয়েছিল খাবারে

নীতা আম্বানির অনুষ্ঠানে আলোচনার কারণ হয়ে উঠল রূপোর থালা

সম্প্রতি মুকেশ আম্বানির (Mukesh Ambani) বাড়িতে ছিল NMACC লঞ্চ অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানের বিশেষত্ব ছিল ভারতীয় সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করা। মুকেশ আম্বানির এবং নীতা আম্বানির (Neeta Ambani) সাংস্কৃতিক কেন্দ্রের সূচনা করেছিলেন, উপস্থিত হওয়া সকল ব্যক্তি তাদের পোশাকের মধ্যে দিয়ে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরেছিলেন। আসুন এই অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জেনে নিন।

Mukesh Ambani family

এই বিস্ময়কর অনুষ্ঠানে প্রধান কেন্দ্রবিন্দু ছিল খাবার। আম্বানির পরিবারে যে কোন অনুষ্ঠানে খাবার চমৎকার হতে হবে। এই NMACC লঞ্চ অনুষ্ঠানে রূপালী প্লেটে খাবার রাখা হয়েছিল। এত সুন্দর সুস্বাদু খবরের প্লেট দেখলে অতিথিরা অবাক হয়ে যায়। ইভেন্টের (Events) অংশ নেওয়া তারকারা প্লেটের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে (Social Media)।

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবং সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ কাপুর সোশ্যাল মিডিয়ার instagram নিজেদের সিলভার প্লেটের ছবি শেয়ার করেছেন। শ্রদ্ধা কাপুরকে দেখতে খুবই সুন্দর লাগছে তিনি সুন্দর পোশাক পড়ে অনুষ্ঠানে এসেছিলেন। আম্বানি পরিবারের এই রুপোর থালায় অনেক খাবার দেখা যাচ্ছে। এখানে আছে ডাল মাখানি, পালক পনির শাহী পনির পাপড় লাড্ডু ভুজিয়া ইত্যাদি খাবার।

এছাড়া এই বড় আয়োজনে নয়টি ভিন্ন জাতের ডাল ছিল। ভারতের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে এই খাবারগুলি মধ্য দিয়ে। এনএমএসিসির লঞ্চ ইভেন্টে সবার লক্ষ্য ছিল শাহরুখ খানের দিকে। অভিনেতা শাহরুখ খান (Sharukh Khan) বিদেশ থেকে আসা সকল অতিথিকে স্বাগত জানান এবং পুরো অনুষ্ঠানটি হোস্ট করেছেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, আম্বানি পরিবারের সাথে শাহরুখ খানের সম্পর্ক বেশ গভীর রয়েছে।