অভিনয়ের কারণে ছেড়েছিলেন পড়াশোনা, বাবা করতেন হোটেলে কাজ, মা এয়ার হোস্টেস! দেখুন তো চিনতে পারছেন কিনা এই অভিনেত্রীকে

অভিনয়ের কারণে ছেড়েছিলেন পড়াশোনা

বলিউড অভিনেত্রীদের (Bollywood Actress) সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। সোশ্যাল মিডিয়ার (Social Media) হাত ধরে তারকাদের নানা তথ্য উঠে আসে। ভক্তরাও তাঁর প্রিয় তারকা সম্পর্কে জানতে আগ্রহী থাকেন। আজও এমনই এক বলিউড অভিনেত্রীর সম্পর্কে আপনাদের বলতে চলেছি। যিনি কম বয়সে বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন। শুধু অভিনেত্রী হিসেবে নয় কাজ করেছেন কোরিওগ্রাফার হিসাবেও। চলুন প্রতিবেদন থেকে এই অভিনেত্রী সম্পর্কে জেনে নিন।

আসলে আজ কথা বলবো অভিনেত্রী সিরাত কাপুর (Seerat Kapoor) সম্পর্কে। যিনি অভিনেত্রীর পাশাপাশি একজন কোরিওগ্রাফার হিসাবেও পরিচিত। তাঁর অভিনয় অনেককেই মুগ্ধ করেছে। তিনি থ্রিলার ছবি ‘মারিচ’ (Marrich) দিয়ে বলিউডে পা রাখেন। তাঁর বিপরীতে ছিল তুষার কাপুর। যদিও তিনি কর্মজীবন শুরু করেছিলেন একজন কোরিওগ্রাফার হিসাবে। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করে নিয়েছেন।

প্রসঙ্গত, গতকাল অভিনেত্রীর ৩০ তম জন্মদিন পালিত হলো। ১৯৯৩ সালের ৩রা এপ্রিল মুম্বাই শহরে জন্মগ্রহণ করেন অভিনেত্রী সিরাত কাপুর। তিনি আরডি ন্যাশনাল কলেজ থেকে পড়াশোনা সম্পন্ন করেছেন। অভিনয়ের কারণে মাসমিডিয়া নিয়ে পড়তে পড়তে ছেড়ে দেন পড়াশোনা। মাত্র ১৬ বছর বয়সে কোরিওগ্রাফার হিসাবে কাজ শুরু করেন তিনি।

অভিনেত্রীর কাজ সম্পর্কে বলতে গেলে বলিউড থেকে টলিউডের অনেক ছবিতে কাজ করেছেন তিনি। নাগার্জুন থেকে শুরু করে রবি তেজা, সামান্থা রুথ প্রভুর মতো অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে অনেকগুলি দক্ষিণী ছবি। যেমন ‘ওক্কাশানম’ (Okka Kshanam), ‘কৃষ্ণা অ্যান্ড হিজ লীলা’ (Krishna and His Leela), ‘কলম্বাস’ (Columbus), টাচ চিজি চুদু’ (Touch Chesi Chudu) এবং ‘টাইগার’ (Tiger)-এর মতো হিট ছবি। অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন নৃত্যশিল্পীও। প্রসঙ্গত, বর্তমানে তিনি দিল রাজুর পরবর্তী সিনেমা নিয়ে ব্যাস্ত রয়েছেন।