LIC-র দুর্দান্ত প্ল্যানে বাজিমাত, সুরক্ষার পাশাপাশি অধিক রিটার্ন, মহিলাদের ক্ষেত্রে মিলবে দ্বিগুণ সুবিধা

ভারতের বৃহত্তম বিমা সংস্থা হল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC). ভারতীয় গভর্মেন্ট-এর সঙ্গে যুক্ত এই সংস্থাটি তার বিনিয়োগকারীদের সুরক্ষার সাথে ভালোমানের রিটার্ন প্রদান করে থাকে। যেকারণে অনেকেই নিজেদের ভবিষ্যত সুরক্ষিত করতে LIC তে বিনিয়োগ করতে পছন্দ করেন। LIC বিভিন্ন ক্যাটগরী এবং বিভিন্ন বয়সী গ্রাহকদের জন্য ভিন্ন ভিন্ন স্কিম অফার করে। সেরকমই একটি স্কিম হল এলআইসি ধন রেখা পলিসি(LIC Dhan Rekha Policy). এই স্কিমটি বিভিন্ন সুবিধা দিয়ে থাকে। আজকের প্রতিবেনটিতে এই স্কিম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো।

Life Insurance corporation of india

এলআইসির (LIC) ধনরেখা নামের স্কিমটি গত বছরের ডিসেম্বর মাসে চালু হয়েছিল এবং এটি একটি নন-লিঙ্কড ব্যক্তিগত সঞ্চয় জীবন বীমা পলিসি।
একিসাথে এই স্কিমে দুই ধরনের প্রিমিয়ামের বিকল্প আছে, একক এবং সীমিত প্রিমিয়াম। এর মধ্যে গ্রাহকদের যেকোনো একটি পেমেন্ট বিকল্প বেছে নিতে হবে। অন্যদিকে, এই পলিসিতে মহিলাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। যেমন এই পলিসি বাড়ির মহিলাদের নামে নেওয়া হয়, তাহলে প্রিমিয়ামের হার অনেকটাই কম হয়। এছাড়া এটি এমন একটি স্কিম, যেখানে তৃতীয় লিঙ্গের মানুষরাও বিনিয়োগ করতে পারবেন।

এই পলিসির সুবিধা নিতে গ্রাহকের সর্বোচ্চ বয়স 55 বছরের মধ্যে হতে হবে। একই সঙ্গে শিশুরাও এই নীতিতে বিনিয়োগ করতে পারে। সেক্ষেত্রে তাদের বয়স ৯০ দিন থেকে ৪ বছরের মধ্যে হতে হবে। এই পলিসিতে বিনিয়োগ করতে গেলে কমপক্ষে ২ লাখ টাকা বিনিয়োগ করতে হবে এবং এর কোন উর্দ্ধসীমা নেই। গ্রাহক তার সামর্থ্য অনুযায়ী প্ল্যানটি বেছে নিতে পারবেন। এই স্কিমটি ২০ বছর, ৩০ বছর এবং ৪০ বছরের বিনিয়োগ উপযুক্ত।

Money

লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC)এই স্কিমটিতে পলিসি ধারক যদি পলিসির মেয়াদ পূরণ হওয়ার আগেই মারা যান, তবে তার পরিবারকে এই প্ল্যানের অধীনে আর্থিক সহায়তা করা হয়। পলিসি ধারক পলিসি চলাকালীন একটি নির্দিষ্ট পরিমান ‘সারভাইভাল’ সুবিধা পান কর্তৃপক্ষের কাছ থেকে। তবে এর জন্য পলিসি প্ল্যানটি চালু থাকতে হবে। এরপর পলিসিটির প্ল্যানের মেয়াদ পূর্ণ হয়ে গেলে সম্পূর্ণ টাকা একেবারে নমিনিকে পরিশোধ করা হয়।

এই সুবিধা এক এককভাবেও নিতে পারবেন আবার পাঁচ বছরের জন্য কিস্তিতেও নিতে পারবেন। সেক্ষেত্রে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক বা বার্ষিক ভিত্তিতে নমিনিকে কিস্তি প্রদান করা হয়ে থাকে।