১ থেকে ২১০০ টাকা ছাড়িয়েছে এই টায়ার কোম্পানির শেয়ার, ১ লাখ টাকা হয়েছে ২১ কোটি টাকা

একটি কোম্পানির শেয়ার (Share) গত কয়েক বছরে তার বিনিয়োগকারীদের (Investment) রিটার্ন দিয়েছে ২০ হাজার শতাংশের বেশি। এই সংস্থাটির নাম হলো বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেড(Balakrishna Industry Limited). এই কোম্পানি টায়ার প্রস্তুত করে থাকে। বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের (Share) দাম গত কয়েক বছরে ১ টাকা থেকে ২১০০ টাকা বেড়েছে।

Balakrishna Industry Limited

৫২ সপ্তাহে কোম্পানি শেয়ারের (Share) দাম দাঁড়িয়েছে ২৭২৪.৪০ টাকা। বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রির শেয়ারের দাম ৫২ সপ্তাহে নিম্নস্তরে হয়েছে ১৬৮১.৯৫ টাকা। বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রির লিমিটেডের শেয়ার ৭ ই জুন ২০২২ এ বোম্বে স্টক এক্সচেঞ্জে ১ টাকার স্তরে ছিল। কোম্পানির শেয়ার ২৪ শে জুন ২০২২ তারিখে বোম্বে স্টক এক্সচেঞ্জে ২১৩১ টাকা স্তরে গিয়ে বন্ধ হয়ে গিয়েছে

বিনিয়োগকারীদের এই সংস্থা ২০,০০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। যদি কোন ব্যক্তি বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রিতে (Balakrishna Industry) ৭ই জুন ২০০২ তে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে, আর তিনি তার বিনিয়োগ ধরে রাখতেন তাহলে বর্তমানে তার এই অর্থ এসে দাঁড়াবে ২১.৩১ টাকা।

Miney

১০ বছরে ১৭ গুণের বেশি বেড়েছে

বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রির লিমিটেডের (Balakrishna Industry Limited) শেয়ারগুলি ২৯ শে জুন ২০১২ সালে বোম্বে স্টক এক্সচেঞ্জে (Bombay Stock Exchange) ১২৪.৪৯ টাকার স্তরে ছিল। কোম্পানির শেয়ার ২৪ শে জুন ২০২২ সালে বোম্বে স্টক এ্সচেঞ্জে ২১৩১ টাকার স্তরে বন্ধ হয়ে গিয়েছে। ১০ বছর আগে যদি কোন ব্যক্তি কোম্পানির শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে, তিনি তাঁর বিনিয়োগ যদি ধরে রাখেন, তাহলে বর্তমানে এই টাকা ১৭.১১ লক্ষ টাকা হবে। গত ৫ বছরে বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রিতে শেয়ারে রিটার্ন মিলেছে ১৫৭ শতাংশ। প্রায় ৯ শতাংশ চলতি বছরে শেয়ারের দাম কমেছে।