কথায় কথায় ‘OK’ বললেও, এর ফুল ফর্ম জানেন না অনেকেই! জেনে নিন বিস্তারিত

রোজকার জীবনে কথা বলতে গিয়ে মানুষজন অনেকেই অনেক ইংরেজি কিংবা বিদেশি শব্দ ব্যবহার করে থাকেন। আর তার মধ্যে সবথেকে বেশি ব্যবহার করে থাকেন ‘OK’ শব্দটি। অনেকেই কথার মাঝে মাঝেই এই শব্দটা ব্যবহার করে থাকেন। স্কুল কলেজ হোক কিংবা অফিস আদালত, কাজের জায়গায়, ‘OK’ শব্দটি সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ। তবে অনেকেই হয়ত এই শব্দটির ফুল ফর্ম বা পুরো কথাটাই ঠিকমত জানেন না।

রিপোর্ট বলছে, সমীক্ষা করে দেখা গিয়েছে, ‘OK’ শব্দটি ব্যবহার করা প্রায় ৯৯ শতাংশ মানুষই এই শব্দটির ফুল ফর্ম জানেন না। শব্দটি ব্যবহার তো করেন, কিন্তু সেইসঙ্গে শব্দটির ফুল ফর্ম জানাটাও কিন্তু জরুরী এবং সেইসঙ্গে জানা থাকলে, আপনি কোন অপ্রস্তুত পরিস্থিতিতেও পড়তে পারবেন না। তাই জেনে নিন ‘OK’ শব্দটির ফুল ফর্ম কি।

img 20230307 155410

‘OK’ শব্দটির ফুল ফর্ম হল ‘Oll Korrect’ বা ‘Olla Kalla’। তাই এক কথায় সবঠিক বোঝানোর জন্য ‘OK’ শব্দটি ব্যবহার করা হয়। এগুলো হল গ্রীক শব্দ। লাতিন শব্দের সংকোচিত রূপ i.e / e.g। এক্ষেত্রে i.e-র ফুল ফর্ম id est। অন্যদিকে e.g-র ফুল ফর্ম exempli gratia।

img 20230307 155358

ইংরেজিতে দ্যাট ইজ কথাটি বোঝানোর জন্য i.e ব্যবহার করা হয়ে থাকে। আবার ইংরেজিতে ফর এক্সামপেল কথাটি বোঝানোর জন্য ব্যবহার করা হয় e.g। আবার PIN কথাটির ফুল ফর্ম হল Personal identification number।