ইলেকট্রিক জগতে পা রাখতে চলেছে মুকেশ আম্বানি সংস্থা, মাত্র ১৭ হাজার টাকাতেই মিলবে জিও ইলেকট্রিক স্কুটার

বর্তমানে যেই পরিমাণে পেট্রোল/ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে মানুষ সেই দাম থেকে বাঁচতে ইলেকট্রিক বাহনের দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে। আর তাই গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলি বেশি করে ইলেকট্রিক বাহন তৈরি করছে ও সরকারও কোম্পানি গুলিকে ইলেকট্রিক বাহন তৈরি করতে উৎসাহ দিচ্ছেন। বর্তমানে ইলেকট্রিক বাহনের বাজারে টাটা কোম্পানির অংশীদারিত্ব সবচেয়ে বেশি রয়েছে। কিন্তু বর্তমানে TATA motors কে কড়া টক্কর দিতে বাজারে এসে গেছে মুকেশ আম্বানির JIO Electric scooter। বলা হচ্ছে আম্বানির এই ইলেকট্রিক বাহন এবার ইলেকট্রিক বাহনের ভবিষৎ নির্ধারণ করবে। আর খুব শ্রীঘ্রই এই স্কুটার মার্কেটে লঞ্চ হবে।

mukesh ambani

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া খবর অনুযায়ী Jio Phone Connect ও Jio Jio Scooty কে মুকেশ আম্বানির কোম্পানি লঞ্চ করতে চলেছে। এই স্কুটিকে সবধরনের মানুষের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আর এই স্কুটিকে আপনি অনেক সস্তায় পেয়ে যাবেন। চর্চায় থাকা খবর অনুযায়ী jio এর এই ইলেকট্রিক স্কুটার ৭৫ কিমি এর রেঞ্জ দিতে পারবে। আপনি এই ইলেকট্রিক স্কুটারের মধ্যে cloud connectivity বিকল্পও পাবেন যার মাধ্যমে আপনি আপনার স্মার্টফোনের সাথে ইলেকট্রিক স্কুটারকে কানেক্ট করতে পারবেন। এছাড়াও আপনাকে এতে Renewable Lithium Ion Battery দেওয়া হচ্ছে। জানিয়ে দি যে ভারতে স্কুটারটির প্রারম্ভিক মূল্য হতে চলেছে ১৭০০০ টাকা। বুকিংও আপনার জন্য একদম ফ্রি অর্থাৎ আপনাকে কোন প্রকার চার্জ দিতে হবে না।

আর এই jio scooter tubeless tire এর সাথে পাওয়া যাবে। আর এই স্কুটারটি ১০টি আলাদা কালার কানেকশনের সাথে মার্কেটে পাওয়া যাবে। শুধু তাই নয়, Jio ইলেকট্রিক স্কুটারের দুটি ভেরিয়েন্ট, Jio R এবং Jio R Pro ভারতের বাজারে প্রচণ্ড পাওয়ারের সাথে লঞ্চ করা হয়েছে। এছাড়া জানিয়ে দি Jio Electric Scooterএর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। বলা হচ্ছে যে সফলভাবে রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটি কুপন নম্বর দেওয়া হবে।

Jio electric scooter

এই কুপন নম্বরটি নিয়ে আপনাকে নিকটতম Jio স্টোরে যেতে হবে। তারপর আপনার অর্ডার নিশ্চিত করা হবে। এর পরে আপনাকে অর্থপ্রদানের জন্য অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট jio.com-এ যেতে হবে। এরপর আপনাকে অনলাইন পেমেন্ট করতে হবে। আপনাদের জানিয়ে রাখি যে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১লা এপ্রিল থেকে শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের জন্য কোন ফি নেওয়া হবে না অর্থাৎ এটা একদম ফ্রি।