গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়লে থেমে যাবে চাকা, অভিনব আবিষ্কার করে তাক লাগালো মধ্যপ্রদেশের বেশকিছু ছাত্র

গাড়ি চালাতে গিয়ে ঘুমিয়ে পড়লে থেমে যাবে চাকা

দিন দিন গাড়ির (Car) ব্যাবহার বাড়ছে। সাথে সাথে বাড়ছে দুর্ঘটনাও। মাঝে মধ্যেই খবরে শুনে থাকবেন, গাড়ি চালানো অবস্থায় চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনা। তবে এবার এই দুর্ঘটনা কমাতে এক নয়া প্রযুক্তি (Technogy) আবিষ্কার হলো। এবার ঘুমিয়ে পড়লে বাজবে অ্যালার্ম বন্ধ হবে গাড়ি। আর এমন কাজ করলেন এক ভারতীয় ছাত্র। চলুন বিস্তারিত জেনে নিন।

Accident

গাড়ি চালকদের সুরক্ষার কথা ভেবে নানা সময় নানা ধরণের প্রযুক্তি তৈরি করা হয়েছে। গাড়িতে সিট বেল্ট থেকে শুরু করে বেলুন পর্যন্ত রয়েছে। এবার চালকদের সুরক্ষা আরো এক ধাপ বাড়াতে চলে এলো ঘুমের অ্যালার্ম (Anti-Sleep Alarm)। এই অ্যালার্ম গাড়ি চালককে দুর্ঘটনার হাত থেকে বাঁচবে। গাড়িতে চালক ঘুমিয়ে পড়লে, তাঁকে সতর্ক করবে এই অ্যালার্ম। মধ্যপ্রদেশের বেশকিছু ছাত্র মিলিত ভাবে এই অসাধ্য সাধন করেছেন।

কিছুদিন আগেই মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদ জেলায় কিছু ছাত্র মিলে এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়। পরে জানা যায় চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনা। এরপরই মধ্যপ্রদেশের পাঁচজন ছাত্র মিলে ঘুম বিরোধী অ্যালার্ম সিস্টেম তৈরি করার চিন্তা ভাবনা শুরু করে এবং তা বানিয়েও ফেলে। সোশ্যাল মিডিয়াতে খবরটি প্রকাশ পেতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে।

Car Accident

মোট পাঁচ জন ছাত্র মিলে তিন সপ্তাহ অক্লান্ত পরিশ্রম করে এটি তৈরি করে। এই অ্যালার্মটি এমনই সেন্সর রয়েছে যা চালক ঘুমন্ত থাকলে তাকে সতর্ক করবে। এই সেন্সরে আওয়াজ হবে। যা শোনার সঙ্গে সঙ্গে ঘুমন্ত চালক জেগে উঠবে। আর এমন সিস্টেম থাকার ফলে দুর্ঘটনা কম ঘটবে। সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে প্রকাশ হতেই, তা দ্রুত ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই এই পাঁচ ছাত্রের প্রসংশা করছেন।