ভারতীয় রেলওয়ের তরফে ট্রেনের টিকিট বুকিং-এর সিস্টেমে এলো বড় পরিবর্তন, না জানলে পড়বেন সমস্যায়

IRCTC-এর নতুন নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি এবার মাসে তার একাউন্ট দিয়ে ১২টির বেশি টিকিট অনলাইন বুক করতে পারবে

ভারতীয় রেলওয়ে (Indian railways) ভারতে যাতায়াতের একটি প্রধান মাধ্যম। ট্রেনের কারণেই ভারত খুব দ্রুত উন্নতি করেছে। ট্রেনের কারণেই অনেক মানুষ একসঙ্গে অনেক দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয়। ট্রেনে করে ভ্রমণ করা সুবিধাজনক এবং আরামদায়ক হয়। বিভিন্ন গ্রাম ও শহরের মধ্যে ছড়িয়ে থাকা রেল লাইনের উপর দিয়ে চলা ট্রেন ভারত ও ভারতের মানুষদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।

ভারতীয় রেল (Indian railways)বিশ্বের চতুর্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক। ভারতে ১৯ শতকে প্রথম ট্রেনটি চালু হয়েছিল। অর্থাৎ ব্রিটিশ আমলের সময় থেকে। আজ ১৮৬ তম বর্ষ পূর্ণ হলো ভারতীয় রেলের। ভারতীয় রেলের এই নেটওয়ার্কটি প্রায় ১,১৫,০০০ কিমি এরিয়া জুড়ে বিস্তৃত রয়েছে এবং এই রেলওয়ে নেটওয়ার্কে প্রায় ৭৩৪৯ টি সেটেশন রয়েছে। এই স্টেশন গুলি থেকে প্রায় ২০০০০ এর বেশি যাত্রীবাহী ট্রেন ও ৭০০০ এর বেশি পণ্যবাহী ট্রেন চলাচল করে।

indian railways

IRCTC বা ভারতীয় রেলওয়ে যাত্রীদের সুবিধার জন্য অনেক নতুন নিয়ম ও ব্যবস্থা লঞ্চ করতে থাকে। তবে আমরা অনেকেই এই সব নতুন নিয়ম বা ব্যবস্থার সম্পর্কে জানিনা। যেমন আপনি কি জানেন IRCTC সম্প্রতি অনলাইন টিকিট কাটা নিয়ে কি নিয়ম বা ব্যবস্থা নিয়ে এসেছে? কি জানেন না তো? যদি আপনি বেশিরভাগ সময় অনলাইনে রেলের টিকিট কেটে থাকেন তবে রেলওয়েতে অনলাইন টিকিট বুক (Ticket booking) করা পাবলিকদের জন্য রয়েছে বড়। আসুন জেনেনি।

ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC)-এর পক্ষ থেকে তথ্য পাওয়া গেছে যে মানুষ আগের তুলনায় এখন বেশি মাত্রায় টিকিট বুক (Ticket booking) করতে পারবে।  কিন্তু তার জন্য আপনাকে আপনার IRCTC একাউন্টের সাথে আধার কার্ড লিংক (Adhar link)করতে হবে। এতদিন আপনি এক মাসে ১২ টি টিকিট বুক করতে পারতেন কিন্তু লিংক (Adhar card link) করানোর পর সেই মাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে

Indian railways online ticket booking

IRCTC-এর সাথে আধার লিংক করার পদ্ধতি:

১) প্রথমে প্রথমে IRCTC- এর অফিসিয়াল ওয়েবসাইট http: //irctc.co.in– এ যেতে হবে ।

২)  আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।

৩) এখানে হোম পেজে আপনাকে ‘My Account’ অপশনে ‘Link Your Aadhaar’-এ ক্লিক করতে হবে।

৪) এরপরে আপনাকে আপনার আধার কার্ডের তথ্য গুলি সাইটে লিখতে হবে। যেমন নাম, আধার নম্বর এবং ভার্চুয়াল আইডি। তারপরে চেক বক্সে যেতে হবে এবং ‘ওটিপি পাঠান’ বিকল্পটি নির্বাচন করতে হবে।

Link adhar to IRCTC account

৫) এর পরে আপনার মোবাইল নম্বরে OTP প্রাপ্ত হওয়ার পর OTP নম্বর ডায়াল করে OTP যাচাই করাতে হবে।

৬) KYC সম্পূর্ণ হওয়ার পরে, আপনার আধার IRCTC অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা হবে।

৭) এর পরে আপনি স্ক্রিনে নিশ্চিতকরণ লিঙ্কও পাবেন।

৮)এর পরে, এখন আপনাকে লগ আউট করতে হবে এবং IRCTC ওয়েবসাইটে আবার লগ ইন করতে হবে।

৯) এখন আপনার আধার, কেওয়াইসি স্ট্যাটাস চেক করতে, আইআরসিটিসি ওয়েবসাইটের মাই অ্যাকাউন্ট বিকল্পের মাধ্যমে আপনার আধার লিঙ্কে ক্লিক করুন।