ভ্রমণ প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর ভারতীয় রেল ২৫ জানুয়ারি থেকে চালু করতে চলেছে শ্রী জগন্নাথ যাত্রা ট্রেন

ভ্রমণ প্রেমীদের জন্য দুর্দান্ত সুখবর

ভারতীয় রেল ব্যাবস্থা (Indian Railway) বিশ্বের অন্যতম বৃহত্তম রেল পরিষেবা। ভারতীয় রেলকে দেশের লাইফ লাইন বলা হয়। ভারতীয় রেলের অন্যতম শাখা আইআরসিটিসি (IRCTC)-র উদ্যোগে প্রায়শই ভ্রমণের প্যাকেজ (New Tour Packages) আনা হয়। এই ভ্রমণ প্যাকেজে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলিতে ঘোরানো হয়। এবারে ভারতীয় রেল আরো একটি নতুন প্যাকেজ নিয়ে আসলো। আজকের প্রতিবেদন থেকে ভারতীয় রেলের নতুন ভ্রমণ প্যাকেজটি সম্পর্কে জেনে নিন।

Shree Jagannath

ভারত গৌরব উদ্যোগের অধীনে চালু হয়েছে নতুন পর্যটন ট্রেন। ট্রেনটির নাম শ্রী জগন্নাথ যাত্রা পর্যটন ট্রেন (Shree Jagannath Tourist Train)। নতুন বছরের ২৫শে জানুয়ারি থেকে এই যাত্রা শুরু হবে। বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা ও ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী স্থানগুলি ঘুরে দেখাবে এই ট্রেন। পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে গয়া, বারাণসী ও বৈদ্যনাথ ধাম মন্দিরেও ভ্রমণ করানো হইবে। ২৫শে জানুয়ারি দিল্লির সফদরজং রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়বে। এই যাত্রা শেষ হবে ১ লা ফেব্রুয়ারি।

তবে জানিয়ে রাখি, আলিগড়, গাজিয়াবাদ, টুন্ডলা, কানপুর, ইটাওয়া এবং লখনউ স্টেশন থেকেও যাত্রীরা ওঠা নামা করতে পারবেন। আইআরসিটিসি-র নতুন এই প্যাকেজটি মূল্য (Package Price) মাথাপিছু ১৭৬৫৫ টাকা। প্যাকেজটি ৭ রাত ও ৮ দিনের। প্রথম দিন বারাণসীতে কাটানো হবে। কাশী বিশ্বনাথ মন্দির ও গঙ্গার ঘাটে আরতি আপনি দেখতে পাবেন।

Train

পরের দিন ট্রেনটি যাবে ঝাড়খন্ড। এখান থেকে নিয়ে যাওয়া হবে বৈদ্যনাথ ধাম মন্দির ও পুরীর মন্দির। এই স্থানে হোটেলের ব্যাবস্থা রয়েছে। যেখানে রাত্রি যাপন করতে পারবেন। এখান থেকে পর্যটকেরা
পুরীর গোল্ডেন বিচ, জগন্নাথ মন্দির এবং কোনার্কের সূর্য মন্দির দেখার সুযোগ পাবেন। শেষে গয়া যাওয়া হবে এবং এই স্থান ঘুরে দিল্লিতে ফিরে আসা হবে।