মাত্র ৬ মাসের মধ্যেই বন্ধ হওয়ার পথে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক! হতবাক দর্শকরা

ধারাবাহিকের (serial) ক্ষেত্রে টিআরপি (trp) হল শেষ কথা। যে ধারাবাহিক দর্শকমহলে বেশি জনপ্রিয়তা পাবে, দিনের শেষে দেখা যবে সেই ধারাবাহিক টিআরপি তালিকার একদম শীর্ষে রয়েছে। আর অন্যদিকে দেখা যায়, যে ধারাবাহিক দর্শকদের একেবারেই মনে ধরছে না, সেই ধারাবাহকের টিআরপি রেটিংও থাকছে সকলের পেছনে। এই অবস্থায় সেই ধারাবাহিক নির্মাতারা প্রথমটায় ধারাবাহিকের টাইম স্লটে সামান্য পরিবর্তন করে নেয়, তারপর যদি সেই ধারাবাহিকের কোন উন্নতি নাই দেখা যায়, তখন সেটিকে বন্ধের সিদ্ধান্ত নেয়।

বর্তমান সময়ে এমনই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে স্টার জলসায় ধারাবাহিক ‘সাহেবের চিঠি’ (saheber chithi)। খুব বেশিদিন শুরু না হলেও, এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে সেভাবে কোন উন্মাদনা দেখা যাচ্ছে না। যার ফলে টিআরপি রেটিং-ও বেশ কম আসছে এই ধারাবাহিকের। যে কারণে প্রতীক সেন, দেবচন্দ্রিমা সিংহ রায়, মধুপ্রিয়া ঘোষ, ইন্দ্রনীল চ্যাটার্জী অভিনীত এই ধারাবাহিকের টাইম স্লট পরিবর্তনের সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ।

img 20221224 125204

খুব বেশিদিন শুরু না হলেও, বিপরীত দিকে জি বাংলায় একই সময়ে দেখানো ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ বেশ জনপ্রিয়তা পাছে। যার কারণে এই জায়গায় অর্থাৎ সন্ধ্যে সাড়ে ৬ টার প্রাইম টাইমে এই ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের বদলে নতুন ধারাবাহিক দেখানোর সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। সেইসঙ্গে এই ধারাবাহিকের টাইম স্লটের পরিবর্তন করে পিছিয়ে নিয়ে রাত ১১ টায় করা হয়েছে।

সম্প্রতি দিনে স্টার জলসার পর্দায় এক নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’র (meye bela) প্রোমো দেখেনো হচ্ছে। যেখানে বহুদিন পর আবারও দেখা গিয়েছে ‘খেলাঘর’ ধারাবাহিকের পূর্ণা অর্থাৎ স্বীকৃতি মজুমদার এবং জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলীকে। আর এই ধারাবাহিকের প্রোমো দেখানোর সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে বেশ এক উত্তেজনা লক্ষ্য করা গিয়েছে। যার ফলে চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের বদলে সেই স্থানে দেখানো হবে এই নতুন ধারাবাহিক ‘মেয়েবেলা’কে।

img 20221224 125259

জানিয়ে রাখি, এই নতুন ধারাবাহিকের প্রোমোতে দেখানো হয়েছে এক শাশুড়ি-বৌমার সম্পর্ককে। যাদের মধ্যেকার সম্পর্ক খুব একটা স্বাভাবিক না বলেই বোঝা গেল। এই ধারাবাহিকে বেশ কিছু সম্পর্কের সমীকরণের উত্তর খোঁজা হচ্ছে। যেখানে দেখানো হয়েছে কেন সর্বক্ষণ একে অপরের শত্রু হয়ে থাকবেন? সমাজে মেয়েরাই কেন মেয়েদের শত্রু? তবে এইভাবে দূরত্ব বজায় রেখে চলতে চলতে কিভাবে একজন শাশুড়ি-বৌমা বন্ধু হয়ে উঠছেন। এই ধারাবাহিক আগামী ২ রা জানুয়ারী থেকে প্রতিদিন সন্ধ্যে সাড়ে ৬ টা থেকে দেখা যাবে স্টার জলসার পর্দায়।