Railways Job: রেলের একাধিক শূন্যপদের ইন্টারভিউ এই অক্টোবরেই, বেতন হবে ২৫,০০০ বেশি

রেলের চাকরির ইন্টারভিউ এই অক্টোবরেই, বয়সের কোন সময় সীমা নেই

খুব শীঘ্রই নিয়োগের জন্য রেলের বেশ কিছু পদে চাকরির বিজ্ঞপ্তি জারি করলো ভারতীয় রেল (Indian Railway)। এই বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে রেলের স্কুলে নিয়োগের জন্য। বিভিন্ন শিক্ষক-শিক্ষিকা পদে নিয়োগ করা হবে বলে জানিয়েছে ভারতীয় রেল। সম্প্রতি, এর রিক্রুটমেন্ট হবে বলে জানিয়েছে ভারতীয় রেল। এর জন্য অক্টোবরের ৪ তারিখ রয়েছে এর ইন্টারভিউ।

Railways job

রেলের ভুসাওয়াল ডিভিশনের জন্য এই রিক্রুটমেন্ট করা হবে। সেখানে পৌঁছাতে হবে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে। চুক্তিভিত্তিক এই নিয়োগ করা হবে বলে জানিয়েছে রেল মন্ত্রক। যারা এই রেলের চাকরির (Railway Job) প্রতি আগ্রহী তাদের ইন্টারভিউয়ের জন্য বেশ কিছু নথিপত্র নিয়ে যেতে হবে। যেমন শিক্ষাগত যোগ্যতা, জন্ম ও জাতি শংসাপত্র সঙ্গে থাকতে হবে।

 

রেলের দিক থেকে জানানো হয়েছে, চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য দুদিন ভুসাওয়ালে থাকতে হবে। সেইভাব প্রস্তুতি নিয়ে আসতে হবে প্রার্থীদের এবং নিয়োগ সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুদিন থাকার জন্য এখানে খাওয়ার খরচ দেবে, তবে বাড়তি খরচ কিছুই দিচ্ছে না।

 

স্নাতকোত্তর প্রার্থী নিয়োগের জন্য শূন্যপদ রয়েছে ৫। এতে রসায়ন, গণিত, ইংরেজি ও হিন্দি বিষয়গুলির উপর নিয়োগ হবে।

স্নাতক প্রার্থী নিয়োগ করা হবে এমন শূন্যপদ ৮। এতে বিজ্ঞান ও কলা বিভাগের নিয়োগ করা হবে।

প্রাথমিকের জন্য শূন্যপদ রয়েছে ৯। এতে বিষয়গুলি হলো হাতের কাজ, গান, শরীরচৰ্চা, মারাঠি, ইংরেজি ও গণিত।

Railways interview

প্রার্থীর বয়স:- এর জন্য বয়সের কোন সময়সীমা নাই বলে জানিয়েছে রেলপক্ষ। এতে বয়স হবে ১৮ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা:- যোগ্যতা হিসেবে স্নাতকোত্তর ও স্নাতকের পাশাপাশি B.ED অর্জন করা হতে হবে।

 

বেতন :-

প্রাথমিক :- এক্ষেত্রে বেতন হবে ২১,২৫০ টাকা।

স্নাতক:- এক্ষেত্রে বেতন হবে ২৬,২৫০ টাকা।

স্নাতকোত্তর:- এক্ষেত্রে বেতন হবে ২৭,৫০০ টাকা।