২০৩০ সালের মধ্যে শেষ হয়ে যাবে Smartphone! বিল গেটসের কথা শুনে চমকে যাবেন আপনিও

এই সহজ পদ্ধতি অবলম্বন করলেই এখন বাড়িতে বসেই পেয়ে যাবেন Jio 5G সিম

যখন কোন ব্যক্তি ফোন কিনতে বাজারে (Market) যান, তখন তার যদি মোবাইল ফোনের (Mobile Phone) বৈচিত্র দেখে পছন্দ না হয়, তখন দোকানদার বলে থাকেন কয়েকদিন অপেক্ষা করুন, এই কোম্পানি আরো একটি ভালো ফোন নিয়ে আসছে। অনেকে আবার অনলাইনেও (Online) বাজার করে থাকেন, যারা অনলাইনে দিকে লক্ষ্য রাখেন। তারা দেখেন একাধিক বাম্পার ফোন লঞ্চ করা হচ্ছে।

SmartPhone

আপনি দেখে থাকবেন, যতদিন যাচ্ছে তত মোবাইল ফোন আরো পরিবর্তন হচ্ছে। একটা সময় যখন ফোনে শুধুমাত্র মোবাইল নম্বর (Mobile Number) টাইপ করা হতো। কিন্তু আজকের দিনে দাড়িয়ে মোবাইল ফোনের একাধিক বৈশিষ্ট্য, আপনি দেখতে পাবেন। তার জন্য কিন্তু অনেক ডিভাইস ইতিমধ্যে বাদ পড়ে গিয়েছে। তাহলে ভাবুন, যতদিন যাবে বা ভবিষ্যতে মোবাইল ফোনের কতটা উন্নয়ন হতে পারে?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী দিনের স্মার্টফোনগুলি এতটা পরিমাণে উন্নত হবে যে, এখনকার যে স্মার্টফোনগুলি সেগুলি প্রায় বিলুপ্তর পথে চলে যাবে। যতদিন যাচ্ছে, প্রযুক্তির দুনিয়া দ্রুত বদলে যাচ্ছে। তার পাশাপাশি স্মার্টফোনগুলি আরো ভালোভাবে তৈরি হচ্ছে। আগামী দিন এমনও আসবে, স্মার্ট ফোনগুলি একদম চিপের মত হয়ে যাবে।

Microsoft Owner

এই বিষয়ে মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) বলেছেন, ভবিষ্যতে স্মার্টফোনগুলি পুরোপুরি বদলে যাবে। ফোনগুলি অনেকটা তৈরি হবে ইলেকট্রনিক ট্যাটুর মত। এই ট্যাটুগুলো খুব ছোট চিপের মতো দেখতে লাগবে। এই ইলেকট্রনিক ট্যাটু (Electronic Tattoo) গুলি শরীরের ভেতর লাগানো হবে। তাহলে ভেবে দেখুন, স্মার্টফোনগুলি কতটা উন্নত হতে চলেছে?
bill gateas