DRDO-তে যুবক যুবতীদের চাকরির সুবর্ণ সুযোগ! রইল আবেদন পদ্ধতি

DRDO-তে শূন্য পদ ১৯০১ টি, দেখুন আবেদন প্রক্রিয়া ও আবেদনের শেষ তারিখ

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও টেকনিশিয়ানের জন্য বড় বিজ্ঞপ্তি জারি করল সরকার। ‘Defence Research and Development Organisation’ (DRDO) সেন্টার ফর পার্সোনাল ট্যালেন্ট ম্যানেজমেন্ট (CEPTAM) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-B (STA-B) এবং টেকনিশিয়ান-A (Tec-A) পদের জন্য অনলাইন ফর্মফিলাপ চলছে। এর শূন্য পদ গুলি ‘ডিফেন্স রিসার্চ টেকনিক্যাল ক্যাডার’ (DRTC)-র অধীনে পূরণ করা হবে। আজকের এই নিবন্ধে আমরা আপনাকে DRDO-তে চাকরির (DRDO JOB) পদগুলোর আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানাবো। চলুন জানা যাক!

DRDO job

প্রথমেই বলি এর জন্য শূন্যপদ রয়েছে মোট ১৯০১টি। যার মধ্যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর জন্য ১০৭৫ টি এবং টেকনিশিয়ানের জন্য ৮২৬ টি শুন্যপদ। আবেদনের শেষ তারিখ ২৩শে সেপ্টেম্বর অর্থাৎ হাতে আর বেশি সময় নাই। DRDO-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদনের পর নিয়োগের প্রক্রিয়া অনুযায়ী, নির্বাচনের জন্য প্রার্থীদের DRDO প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে।

 

রেজিস্ট্রেশন ফি:-

আবেদনকারীদের যেকোনো বিভাগের অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। যেকোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আপনি অনলাইন আবেদন করতে পারেন।

 

নিয়োগ প্রক্রিয়া:-

STA-B পদের জন্য :- নির্বাচন প্রক্রিয়ার জন্য দুই ধাপে প্রার্থীদের যাচাই করা হবে। প্রথমবার টিয়ার-১ এবং দ্বিতীয়বার টিয়ার-২। টিয়ার-২ হবে চূড়ান্ত নির্বাচন। দুই ধাপের এই পরীক্ষাগুলি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) মোডে হবে। প্রথম ধাপ অর্থাৎ Tier-1 এ সাধারণ বিষয়ের উপর থাকবে। তারপর Tier-2 এ বিষয়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন থাকবে। এইভাবে দুই ধাপে চূড়ান্ত নির্বাচন করা হবে।

 

প্রথম ধাপে প্রার্থীদের পরীক্ষাটি ট্রেড টেস্ট সংশ্লিষ্ট ট্রেডে ITI স্তরে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় দু’ঘণ্টা হতে পারে।

DRDO Requirements

DRDO-র জন্য কিভাবে আবেদন করবেন:-

প্রথমে আপনি ডিআরডিওর অফিশিয়াল ওয়েবসাইট drdo.gov.in সাইটটি খুলুন। তারপর DRDO CEPTAM লিঙ্কে ক্লিক করুন। এটি ক্লিক করার পর আপনি একটি নতুন পেজ পাবেন, সেখানে আবেদনের একটি লিঙ্ক থাকবে। এরপর প্রার্থী আবেদন লিংকে ক্লিক করুন, এতে প্রয়োজনীয় তথ্য দিন। আবেদন পূরণের জন্য ফি বাবদ ১০০ টাকা প্রদান করুন। সব তথ্য দিয়ে পূরণ হয়ে গেলে এবার এটি সাবমিট করুন। এভাবে আপনি সহজেই রেজিস্ট্রেশন করে ফেলুন DRDO রিক্রুটমেন্টে। পরে প্রয়োজনের জন্য নিশ্চিতকরন পৃষ্ঠাটি ডাউনলোড করে রাখতে পারেন।