২৯৫ টি বগি, দৈর্ঘ্য ৩.৫ কিলোমিটার! জানেন কি এটিই ভারতের দীর্ঘতম ট্রেন…

যাত্রীদের (Passenger) কথা মাথায় রেখেই দিন দিন নিত্য নতুন পরিষেবা দিচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। দুরন্ত থেকে রাজধানী এবং একাধিক ট্রেনই এখন ভারতের রেল যাত্রীদের নিত্য দিনের সাথী। কম খরচে আরামদায়ক জার্নি করার জন্য আমজনতাদের অনেকেই ভ্রমণ করার সময় রেলপথকেই বেছে নেন। আবার ফ্লাইটে যাত্রা করা বোরিং হওয়ার কারণে অনেকেই ট্রেনে করে আরামদায়ক পরিবেশে প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে ঘুড়তে পছন্দ করেন। তবে আপনি কি জানেন ট্রেনে কটি বগি থাকে বা ভারতের দীর্ঘ ট্রেন কোনটি? চলুন এই প্রতিবেদনের মাধ্যমে জানা যাক এই অজানা তথ্য।

আরো পড়ুনঃ Optical Illusion! ভালো করে দেখুন ছবিটি, এই Alter শব্দেই লুকিয়ে আছে After, খুঁজতে পারলেই জানবেন আপনার আছে প্রখর বুদ্ধি

আমাদের দেশে এমন একটি ট্রেন রয়েছে যেটি ছটি ইঞ্জিন সম্বলিত, আর এই ট্রেনে রয়েছে ২৯৫ টি বগি। এই ট্রেনটির নাম সুপার বাসুকি এক্সপ্রেস। ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে এই ট্রেনটি চালু করা হয়েছিল। এমনকি এই ট্রেনটির দৈর্ঘ্য প্রায় ৩.৫ কিলোমিটার। এমনিতে যেকোনো ট্রেনে ১টি ইঞ্জিন সহ সর্বাধিক ১৮ টি অথবা ২০টি বগি  থাকে। তবে এই ট্রেনটি কিন্তু ভারতের সবথেকে দীর্ঘ ট্রেন।

longest train of India

তবে সুপার বাসুকি ট্রেনটি একটি পণ্যবাহী ট্রেন। এই ট্রেন এক একটি যাত্রায় প্রায় ২৭ হাজার টন কয়লা নিয়ে প্রত্যেক দিন ছত্রিশগড়ের কোরবা থেকে  নাগপুরের রাজনন্দগাঁও পর্যন্ত পাড়ি দেয়। বলা যেতে পারে অন্যান্য পণ্যবাহী ট্রেনের তুলনায় যা প্রায় তিন গুণ বেশি।  দীর্ঘ লম্বা হওয়ার কারণে এই ট্রেন যে কোনো স্টেশন পার করতেই  চার মিনিট সময় নেয়।

longest train of India

আরো পড়ুনঃ স্মার্ট ফোনের নেটওয়ার্কের সমস্যায় ভুগছেন? জেনে নিন এই ছোট বিষয়গুলি, আজই মিলবে সমস্যার সমাধান…

প্রসঙ্গত, কিছু মাস আগেই ভারতের বিভিন্ন প্রান্তে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে  বন্দে ভারত এক্সপ্রেস আনে ভারতীয় রেল (Indian Railways)। এই দ্রুতগামী ট্রেন ভারতের বেশ কয়েকটি রাজ্যেই দারুণ পরিষেবা দিচ্ছে।  তবে এই ট্রেনে প্লেনের মতন সুবিধা না থাকলেও অন্যন্য ট্রেন অপেক্ষা সুন্দর ব্যবস্থা রয়েছে। খাবার দাবার থেকে সিটিং ব্যবস্থা, এসি পরিষেবা এবং আধুনিক পদ্ধতির ফলে এই ট্রেন এখন প্রত্যেক ভারতীয়র বিশেষ পছন্দের।