স্মার্ট ফোনের নেটওয়ার্কের সমস্যায় ভুগছেন? জেনে নিন এই ছোট বিষয়গুলি, আজই মিলবে সমস্যার সমাধান…

স্মার্ট ফোনে (Smart Phone ) নেটওয়ার্কের (Network) সমস্যা কোনো নতুন বিষয় নয়, কারণ আমাদের মধ্যে প্রায় কম বেশী সকলেই নিত্যদিন এই ঝামেলা ভোগ করেই থাকেন। কখনো ঘরে বা কখনো বাইরে। কখনো অফিসে তো কখনো লিফটে। অতএব এই সমস্যা এরিয়ে যাওয়া সম্ভব নয়। তবে এমন কয়েকটি উপায় আছে যেগুলি মেনে চললে আপনি একটু হলেও কম নেটওয়ার্কের সমস্যার মধ্যে দিয়ে যাবেন। তবে আসুন আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক সেই বিশেষ টিপসগুলি।

আরো পড়ুনঃ মহাভারতের আইকনিক রূপে বাংলার স্বর্ণযুগের তারকা! এআই লুকে নজর কাড়লেন বিশেষ চরিত্রগুলি, দেখুন ছবি…

যারা খুব বেশী নেটওয়ার্কের সমস্যা ফেস করছেন, তারা বাড়ির ভিতরে একটি নেটওয়ার্ক বুস্টার ডিভাইস লাগিয়ে নিতে পারেন। এই ডিভাইস লাগালে আপনার বাড়িতে ব্যবহৃত স্মার্টফোনের নেটওয়ার্ক সমস্যা সমাধান হয়ে যাবে। যদিও এই ডিভাইসের দাম খুব একটা বেশি নয়। যেকোনো ইলেকট্রনিক শপ বা গ্যাজেট শপ থেকে এটি ১৫০০ থেকে ৪০০০টাকার মধ্যেই পেয়ে যাবেন। চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন।

Smart phone issue

আরো একটি কারনে বাড়িতে মূলত নেটের সমস্যা হয় সেটি হল ফলস সিলিং। যদি আপনার বাড়িতে ফলস সিলিং থাকে আজই এটি অপসারন করার চেষ্টা করুন। নাহলে নেটওয়ার্ক সমস্যা থেকে মুক্তি নেই।  এর কারণেই মোবাইল নেটওয়ার্ক প্রভাবিত হয়। এছারাও বাড়িতে থাকার সময় অনেক সময় আপনার ফোনে কলও আসেনা এবং আপনার ইন্টারনেট ব্যবহার করতেও অসুবিধে হয়।

Smart phone network issue

আরো পড়ুনঃ সোশ্যাল মিডিয়া সংবেদনশীল পোস্ট নুসরাতের! পালটা বিয়ের প্রস্তাব দিলেন এক যুবক ভক্ত, অবাক নেটপাড়া…

আরো একটি কারনে  বাড়িতে নেটওয়ার্কে প্রতিবন্ধকতা দেখা দেয়, সেটি হল ভারি জানলা। তাই যদি আপনি জালায় কাঁচ ব্যবহার করেন তাহলে ফোনে নেটওয়ার্ক থাকে,  অতোটাও সমস্যা হয়না।  আবার অনেকেই উঁচু ফ্ল্যাটে থাকেন, তো উচ্চতার কারণে নেটওয়ার্ক কভারেজের সমস্যা হয়। তাই যদি  সম্ভব হয় তবে দুই থেকে চার তলার মধ্যে থাকার চেষ্টা করুন এতে ভালো নেটওয়ার্ক কভারেজ পাবেন। স্মার্ট ফোনে (Smart Phone ) একাধিক সমস্যা থাকে তার মধ্যে এটি একটি কমন সমস্যা। তাছাড়াও ব্যাটারি সমস্যা, সিমের সমস্যাও রয়েছে তাই ফোনের ব্যপারে আপনাকে সব সময় সংবেদনশীল হতে হবে, মাথায় রাখতে হবে ফোন খুবই গুরুত্বপূর্ণ।