ট্রেনে উঠে মনের সুখে ঘুমোচ্ছেন? ভারতীয় রেলের এই নয়া নিয়ম শুনলে ঘুম উড়বে আপনারও…

মানুষের সুবিধার্থে ভারতীয় রেল (Indian Railway) প্রায়শই নিত্য নতুন নিয়ম আনে, তবে এবার এমন একটি নিয়ম আনা হয়েছে যার জেরে খুবই বিব্রত হয়েছেন ভারতের (India) সাধারণ মানুষ। এই নয়া নিয়ম অনুযায়ী বলা হয়েছে যে যেকোনো যাত্রীই ঘুমের সময়ের জন্য আট ঘন্টা পাবেন। অর্থাৎ ঘুমের সময় রাখা হয়েছে রাত ১০টা থেকে সকাল ৬ টা পর্যন্ত। সকল যাত্রীকেই নিজের বার্থে গিয়ে ঠিক সময়ে ঘুমাতে হবে। তবে যারা নিয়ম মানবেন না, সকাল হওয়ার পরেও ঘুমাবেন তাদের দিতে হবে মোটা টাকার জরিমানা। রেল মন্ত্রনালয়ের এই ঘোষণা শুনে এখন অনেকেই ক্ষোভে ফুঁসছেন।

আরো পড়ুনঃবাঘ নয়, এর আগে কোন পশু ছিল ন্যাশনাল অ্যানিম্যাল জানেন কি?

কারণ এই নিয়ম খুব সমস্যাজনক। অনেকেই আছেন ট্রেনে যাত্রা করার সময় ঠিক করে ঘুমাতে পারেন না। তো সেক্ষেত্রে সময়ের হেরফের তো হতেই থাকে। কিন্তু এখন যদি কেউ একটু বেশি সময় ধরে ঘুমান আর তাকে জরিমানা দিতে হয় তবে তো সেটি সত্যিই চিন্তার ব্যাপার। আম জনতার মধ্যে অনেকেই আছেন খরচা সাপেক্ষ ভ্রমণের জন্যই ট্রেনে যাতায়াত করেন। কিন্তু এরপর ট্রেন ভাড়া দিয়ে যদি আরো জরিমানা দিতে হয় তাহলে এটি বিব্রত হওয়ারই কারণ।

Indian Railway brings new rules

অন্যদিকে,  এতো দিন রেলের আরেকটি নিয়ম ছিলো ট্রেন ছাড়ার পরের ২টি স্টেশন পর্যন্ত যদি কোনো ব্যক্তি তার সিটে না আসেন, তাহলে তার সিট অন্য একজনকে দেওয়া হবে।  কিন্তু সেই নিয়মেও বদল আনা হচ্ছে। বলা হয়েছে, ট্রেন ছাড়ার ১০ মিনিটের পরও যদি কোনও ব্যক্তি তার সিটে উপস্থিত না হন, তাহলে তার সিট অন্য একজনকে দেওয়া হবে। এখন এই নিয়ম নিয়েও যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। কারণ নিত্য নতুন নিয়মে যাত্রীদের সুবিধা হওয়ার পাশাপাশি এমন কিছু নিয়ম আসছে যা আপাতদৃষ্টিতে সঠিক মনে হলেও যাত্রীদের বিরাম্বনায় পড়তে হচ্ছে। 

Indian Railway brings new rules

আরো পড়ুনঃ২৯ বছর ধরে ল্যাবে বন্ধ ছিল শিম্পাঞ্জি, প্রথমবার দেখলো আকাশ ! ক্যামেরা বন্দী মুহূর্ত 

ভারতীয় রেল (Indian Railway) জানাচ্ছে এই নিয়ম কানুনের ফলে অদূর ভবিষ্যতে যাত্রীদের সুবিধাই হবে। অন্যদিকে যাত্রীদের বক্তব্য এই নিয়ম একেবারেই গ্রহণযোগ্য নয়। তাই এই নিয়ম মানতে হলে তা তাদের কাছে শাস্তিযোগ্য।