ফেরত দিতে হবে ভর্তুকি! স্কুটি বাইকের সাবসিডি নিয়ে সরকার এবং বাইক সংস্থা সংঘাত চরমে

স্কুটি বাইকের (Scooty Bike) জন্য পাওয়া ভর্তুকি দিতে হবে সরকার (Government) পক্ষকে,  একাধিক সংস্থা অসৎ উপায়ে সরকারের থেকে ভর্তুকি আদায় করেছে।  যার কারনেই এই চরম সিদ্ধন্তে আসতে বাধ্য হয়েছে ভারত সরকার। সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যে বেশ কয়েকটি সংস্থা আছে যারা কিনা এভাবে দিনের পর দিন ভর্তুকি নিয়েছে। সব মিলিয়ে প্রায় সাতটি সংস্থার ওপর এই অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই ওই সংস্থাগুলি থেকে ৪৬৯ কোটি টাকা ফেরত চেয়েছে সরকার পক্ষ।

আরো পড়ুনঃ হাইফাই লাইফস্টাইল, টাকার পাহাড়! কিন্তু জানেন কি বাস্তবে এই অভিনেত্রীরা নাকি স্কুলের গণ্ডিও পেরোন নি…

কিছুদিন আগেও সরকার তরফে এই ভর্তুকি কমিয়ে নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো। কিন্তু কোনোভাবেই তা ফেরত দেওয়ার কথা তো বলাই হয়নি।  তবে রাতারাতি কেন এমনটা হল এই নিয়ে প্রশ্ন উঠতেই মিললো আসল উত্তর।  এই সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ রয়েছে এরা ফেম ২ প্রকল্প লঙ্ঘন করেছে। যা একেবারেই যুক্তিসঙ্গত নয়। এই সকল কোম্পানীর মধ্যে রয়েছে ওকিনাওয়া অটোটেক, হিরো ইলেকট্রিক, অ্যাম্পিয়ার ইভি, রেভল্ট মোটরস, বেনলিং ইন্ডিয়ার মতন একাধিক জনপ্রিয় কোম্পানী। স্কুটি বাইকের (Scooty Bike) জন্য পাওয়া ভর্তুকি নেওয়ার জন্য সরকারের তরফের এই কড়াকড়িতে বেশ বিপাকে পড়েছে এই  সকল সংস্থাগুলি। অবশ্য তাদের তরফে কি ব্যবস্থা নেওয়া হবে তা এখনো জানা যায়নি।

government want subsidy from scooty company

এই বিষয়ে কয়েকটি নিয়ম রয়েছে যে সংস্থাগুলিকে স্কুটারের ৫০ শতাংশ স্থানীয় উপায়ে তৈরি করতে হয়। অন্যদিকে সংস্থাগুলি দেশীয় পন্যের বদলে বাইরে থেকে বিদেশী জিনিস এনে তা ব্যবহার করার কারণে সরকার বেজায় চটেছে। কারন এটি ফেম ২ নিয়মকে লঙ্ঘন করে।  তাই সরকার এবং উক্ত সংস্থাগুলির মধ্যে একটি মনমালিন্যের সৃষ্টি হয়েছে। কিন্তু এর জাতাকলে পরে শেষমেশ উক্ত সংস্থাগুলি টাকা ফেরত দেবে কিনা এখন সেটিই দেখার বিষয়।

government want subsidy from scooty company

আরো পড়ুনঃ  Optical Illusion! ভালো করে দেখুন ছবিটি, এই Alter শব্দেই লুকিয়ে আছে After, খুঁজতে পারলেই জানবেন আপনার আছে প্রখর বুদ্ধি

অন্যদিকে সোসাইটি অফ ম্যানুফ্যাকচারার অফ ইলেকট্রিক ভেহিকেলস কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রণালয় কে এই বিষয়ে একটি চিঠিও পাঠিয়েছে।  তবে দুই পক্ষের মধ্যে যা সংঘাত বেধেছে তা কবে মিটতে চলেছে তা সঠিক করে বলা সম্ভব নয়।